পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/৩৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বামী বিবেকানন্দ । এই স্থানটী কালিফৰ্ণিয়ার অন্তর্গত "সান্টা ক্লারা” নামক অঞ্চলে স্থামিণ্টন পৰ্ব্বতের সানুদেশে সমুদ্রতীর হইতে ২৫০০ ফিটু উচ্চে অবস্থিত।--রেলষ্টেশন হইতে ৫০ মাইল এবং লোকালয় হইতে ১২ মাইল দূর এবং চতুদিকে পৰ্ব্বত ও অরণ্যানী বেষ্টিত। স্বামিজী নিজে এই জায়গা দেখিতে যাইতে পারিলেন না । তবে ইহার বিবরণ শুনিয়া সন্তোষলাভ করিলেন। বুঝিলেন ইহা বেদান্ত সাধনার পক্ষে বিশেষ অনুকূল হইবে। এখানে পরে যে আশ্রম স্থাপিত হয় তাহার নাম দেওয়া হয় “শান্তিআশ্রম”। ২রা আগষ্ট স্বামী তুৱীয়ানন্দ সর্বপ্রথম ১২ জন ছাত্রকে ধ্যানধারণা শিখাইবার জন্য এস্থানে আগমন করেন ও দুইমাস ক্লাল থাকেন। তদবধি সান্‌ফ্ৰান্‌সিস্কো কেন্দ্রের অধ্যক্ষ প্রতি । "ন্ধৎসর দুইমাসকাল এইস্থানে আসিয়া যাপন করেন। وم ." -సీ 6 সালের বসন্তের শেষভাগে স্বামিজী বন্ধুবৰ্গ সমভি# منغه ট্র্যাহারে বিশ্রামার্থ ক্যাম্পটেলর নামক পল্লীগ্রামে গমন করিলেন। কালিফৰ্ণিয়ায় উপযুপরি বক্তৃতা দিয়া তিনি পরিাশ্ৰান্ত হইয়াছিলেন এবং স্বাস্থ্যভঙ্গের আশঙ্কায় বায়ু-পরিবর্তন ও কিয়াৎকাল বিশ্রামের প্রয়োজন হুইয়াছিল। এখানে তিন সপ্তাহ স্থাকিয়া যখন তিনি সানুফ্রান্‌সিস্কোতে পুনঃ প্রত্যাগমন করিলেন * তখন ওকােষ্ট্রীটে তাহার শিষ্য ডাক্তার লোগানের বাটীতে র্তাহাকে ‘থাকিতে হইল। চিকিৎসকের তত্ত্বাবধানে দিবারাত্র থাকার প্রয়োজন হওয়াতেই এরূপ ব্যবস্থা হইল। ডাঃ উইলিয়ম ফরষ্টার নামক অপর একজন বিচক্ষণ চিকিৎসকও স্বামিজীকে দেখিতে লাগিলেন। এই সকল কারণে, তাহার প্রকাশ্য সভায় । 8