পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/৩৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পারী প্ৰদৰ্শনী ও ইউরোপা পৰ্যটন । পারিস হইতে বিদায় গ্রহণের পূৰ্ব্বে স্বামিজী এই বিষ্ঠা-বুদ্ধিপ্ৰতিভা ও সৌন্দৰ্য্যের মহামেলায় ভারতবাসীর স্বল্পতা লক্ষ্য করিয়া দুঃখের সহিত লিখিয়াছিলেন “আজ ২৩শে অক্টোবর ; কাল সন্ধ্যাব সময় পারিস হইতে বিদাষ । এবৎসর এ পরিস সভ্যজগতেৰ এক কেন্দ্র, এবৎসর মহা-প্ৰদৰ্শনী, নানা দিক দেশ-সমাগত সজ্জনসঙ্গম। দেশ দেশান্তবের মনীষিগণ নিজ নিজ প্ৰতিভা প্ৰকাশে স্বদেশের মহিমা বিস্তাব কী ছেন, আজ এ পাবিসে। এ মহাকেন্দ্রের ভেরীধ্বনি আজ খাব নাম উচ্চাধণ করবে, সে নাদ-তরঙ্গ সঙ্গে সঙ্গে তীব স্বদেশকে সৰ্ব্বজন সমক্ষে গৌৰবান্বিত করবে। আর আমাৰ জন্মভূমি-এ জন্মান, ফরাসী, ইংরাজ, ইতালী প্ৰভৃতি বুধ মণ্ডলী-মণ্ডিত মহা রাজা পানীতে তুমি কোথায়, বঙ্গভূমি ? কে তোমার নাম নেয় ? কে তোমা ; অস্তিত্ব ঘোষণা করে ? সে বহু গৌরবর্ণ প্ৰতিভামণ্ডলীর মধ্য হ’তে এক যাবা যশস্বী বীর বঙ্গভূমিব, আমাদেব মাতৃভূমিল, নাম ঘোষণা কপলেন-সে। বীর জগৎপ্ৰসিদ্ধ বৈজ্ঞানিক ডাক্তার জে, সি, বোস ! একা, যুবা বাঙ্গালী বৈদ্যুতিক, আজ বিদ্যুৎৰোগে আশ্চাত্যমণ্ডলীকে নিজের প্ৰতিভা মহিমায় মুগ্ধ করলেন- সে বিদ্যুৎ সঞ্চার, মাতৃভূমির মৃতপ্ৰায শবীপে নবজীবনতরঙ্গ সঞ্চাব করলে ! সমগ্ৰ বৈদ্যুতিকমণ্ডলীর শীর্ষস্থানীয় আজ-জগদীশ বসু।--ভারতবাসী, বঙ্গবাসী ! ধন্য বীর । বসুর ও তাহার সতী, সাধবী, সৰ্ব্বগুণসম্পন্না গেঞ্ছিনী যে দেশে যান, সেথায়ই ভারতের মুখ উজ্জ্বল করেন-বাঙ্গালীয় গৌরববৰ্দ্ধন করেন। ধন্য দম্পতী।” ፭sዓ ዓ