পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/৪২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

cवजूद्ध भार्ट। সব সময়ে তিনি নিষেধ অনুযায়ী কাৰ্য্য করিতে পারিতেন না । রোগে তাহার শরীর দিন দিন ক্ষীণ হইয়া পড়িতেছিল বটে, কিন্তু মনের তেজ এক মুহূৰ্ত্তের জন্যও হ্রাসপ্ৰাপ্ত হয় নাই । বরং মনে হয়। এই সমযে তেঁাহার স্বাভাবিক উজ্জল ধীশক্তিউজ্বলতর হইয়া উঠিয়াছিল, সুক্ষ্ম অন্তর্দৃষ্টি আরও সুন্ম হইয়াছিল। রোগের আক্রমণ সব সমসে যে একরূপ থাকিত তাহা নহে। কখনও বাড়িত, কখনও কমিত । যখন কম থাকিত তখন তিনি আবার কৰ্ম্ম করিবার জন্য ব্যস্ত হইতেন । কিন্তু তাহাকে কোন কৰ্ম্ম করিতে দেওয়া হইত না। মঠ ও মঠেব পার্শ্ববৰ্ত্তী স্থানসমূহ স্বামিজীর অতিশয় প্রিয় ছিল। এখন যেখানে তঁাহাব পুণ্যদেহাবশেষ রক্ষিত হইয়াছে উহার সম্মুখস্ত বিশ্ববৃক্ষমূলে তিনি প্রায়ই ধ্যানমগ্নাবস্থায় উপবিষ্ট থাকিতেন। তঁর আর একটি বসিবার জায়গা ছিল। ঠাকুরঘরের পাশ্ববৰ্ত্তী আম্রবৃক্ষের তল। এখানে প্ৰাতঃকালে একটি ক্যাম্পখাট পাতিযা তিনি প্ৰায় গল্প বা পুস্তকপাঠ করিতেন অথবা চিঠিপত্র ও প্ৰবন্ধাদি লিখিতেন । মঠ বাড়ীর দক্ষিণ-পূর্বদিকে দ্বিতলের গৃহটী স্বামিজীর জন্য নির্দিষ্ট ছিল। এই ঘরে তিনি দিবসে উঠাবসা ও রাত্ৰে শয়ন করিতেন। আহারাদিও ঈখানেই নিৰ্বাহ হইত। তঁহার বস্ত্ৰাদি, শয্যা, আসন, চাদান, টেবিল, চেয়ার, আলমারী, লিখিবার ' উপকরণ ও অন্যান্য সমুদায় ব্যবহাৰ্য্য দ্রব্য এখনও ঠিক সেই ভাবে • সেই কক্ষে সন্ধিত আছে। এখন এই কক্ষে কেহ বাস করেন না । মঠের সন্ন্যাসীরা কখনও কখনও এখানে ধ্যান করিয়া SoRR