পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/৪৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

· ikat eing বালকের ন্যায় কৌতুহলাক্রান্ত হৃদয়ে দিন দিন তাহদের বৃদ্ধি লক্ষ্য করিতেন। কখনও বা পদ্মাসনে উপবিষ্ট হইয়া ধ্যানস্থ হইতেন অথবা গম্ভীরকণ্ঠে বেদমন্ত্রসমূহ আবৃত্তি করিতেন। কিন্তু যখন রোগের প্রকোপ বৃদ্ধি পাইত, তখন নিজের ভগ্ন শরীরের অবস্থা নিরীক্ষণ করিয়া সময়ে সময়ে স্বামিজীর মনে হতাশাভাব উপস্থিত হইত। দেশের অবস্থা স্মরণ করিয়া ক্ষোভে দুঃখে তিনি বিকল হইয়া পড়িতেন। এখন আর নিবযৌবনের সে শক্তি সামর্থ্য নাই, দিন দিন শরীর অপটু ও অক্ষম হইয়া পড়িতেছে, তঁাহার আদর্শানুযায়ী কাৰ্য্য সম্পাদন করিবার উপযোগী যুৱকদলও আশানুরূপ আগ্রহের সহিত অগ্রসর হইয়া আসিতেছেন। এই সব দেখিয়া শুনিয়া কঁহার চিত্ত নিতান্ত অস্থির হইয়া উঠিত। যাহাদের ভাল আধার বলিয়া মনে হইত, দেখিতেন তাহদের অনেকেই বিবাহিত, কেহ কেহ। বা সংসারের মান যশ ধন উপার্জনের চেষ্টায় লালায়িত, কাহারও বা শরীর দুর্বল ৭ অবশিষ্ট অনেকেই তাহার উচ্চ ভাব গ্ৰহণে অসমর্থ। তাহার গুরুভাই ও শিষ্যগণ র্তাহার ভাব গ্ৰহণে সক্ষম একথা অবশ্য তাঙ্কার অবিদিত ছিল না, কিন্তু তঁাহারা সংখ্যায় মুষ্টিমেয়, অথচ কাৰ্য্য পৰ্ব্বতপ্ৰমাণ দুলৰ্ভঘ্য। আর তা ছাড়া তাহারা কাৰ্য্যক্ষেত্রে তখনও তঁাহার। আশানুরূপ ভাবে নিজ নিজ শক্তি বিকাশ করিতে পারিতেছিলেন না। এই সব কারণে তাহার মনে সময় সময় বড়ই আক্ষেপ হইত। ভাবিতেন। “হায় হায় । দৈব বিড়ম্বনায় শরীর ধারণ করিয়াও কোন কাজই করিয়া যাইতে পারিলাম না ।” অবশ্য তিনি যে so