পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বামী বিবেকানন্দ । ফনোগ্রাফে তোলা হয়। রবিবার সন্ধ্যাকালে এই ধরবার হয়। ঐ দিনই মধ্যরাত্রে তিনি রামনাদ হইতে মান্দ্ৰাজ যাত্ৰা করিলেন ; রামনাদ পরিত্যাগের পর স্বামিজী প্ৰথমে পরামকুডিতে আসিলেন। তৎস্থানবাসিগণ পরম সমারোহ সহকারে তঁাহার শুভ্যর্থনার আয়োজন করিয়াছিলেন। তঁাহারা স্বামিজীকে একখানি অভিনন্দন পত্রও প্ৰদান করেন । এই অভিনন্দন পত্রে তাহারা স্বামিজীর পাশ্চাত্য প্রদেশে হিন্দুধৰ্ম্ম প্রচারের সফলতায় আনন্দ প্ৰকাশ করিয়া বলেন, “আপনার সঙ্গে যে পাশ্চাত্য শিষ্যগণ রহিয়াছেন, তাহাতেই স্পষ্ট প্রমাণিত হইতেছে যে, পাশ্চাত্যেরা আপনার ধৰ্ম্মোপদেশ শুধু শুনিয়া ও উহাতে সায় দিয়াই ক্ষান্ত হয় নাই- উহা তাহদের জীবনকে পৰ্য্যন্ত পরিবৰ্ত্তিত করিয়া দিয়াছে। আপনার অদ্ভুত শক্তি দেখিয়া আমাদের সেই প্রাচীন ঋষিদিগের কথা স্মৃতিপথে উদিত হইতেছে, যাহারা তপস্যা ও আত্মমং মম দ্বারা পরমাত্মার উপলব্ধি করিয়া মানবজাতির প্রকৃত আচাৰ্য্য ও নেতা হইতে সমর্থ হইয়াছিলেন।” ' পরামকুডি হইতে স্বামিজী মানমদুরায় উপস্থিত হইলেন। মনমজুরা ও তৎসমীপবৰ্ত্তী শিবগঙ্গার জমীদার ও অন্যান্য অধিস্বাসিগণ তঁহাকে এক অভিনন্দন প্ৰদান করিলেন। প্ৰথমেই এই স্থানে স্বামিজী আকিতে পরিবেন না। এই মৰ্ম্মে তার করা হয়। ইহাতে র্তাহারা অতীব দুঃখিত হইয়াছিলেন, এক্ষণে স্বামিজীর আগমনে সকলেই পরম পুলকিত হইলেন ও আপনাদিগকে ধন্য জ্ঞান করিলেন। অভিনন্দন পত্রেয় একস্থলে তাহারা বুলিলেন, “পাশ্চাত্য উদরসৰ্ব্বস্ব জড়বাদ যে সময়ে ভারতীয় ধৰ্ম্ম Re8