পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

भiध । আয় নানাবিধ সংস্কৃত শ্লোকের মধ্যে ছিল ‘একং সদ্বিপ্ৰাঃ বহুধা বদন্তি’। এগমোর ষ্টেশনটি দূর হইতে ঠিক যেন রঙ্গমঞ্চের ন্যায় দেখাইতেছিল এবং স্বামিজীর গমন পাথ রক্তবস্ত্রে আচ্ছাদিত হইয়াছিল। সাজসজ্জা দর্শনে মনে হইতেছিল যেন নগরে এক বিরাট বাজসূয় যজ্ঞের अश्र्छन হইতেছে। পথপার্থে, গৃহদ্বারে । গবাক্ষে, অলিন্দে ও ছাদের উপর সহস্ৰ সহস্ৰ লোক। পথে অবিরাম লোকগতি । মান্দ্ৰাজে কখনও কাহাকে অভ্যর্থনা কবিবার জন্য এরূপ সমারোহ, জনসমাগম বা উৎসাহ দৃষ্ট হয়। নাই-এমন কি, লর্ড রিপাণ ব্যতীত কোন প্রধান রাজপুরুষেন্থ সন্মানার্থও নহে। স্বামিজী যখন ষ্টেশনে আসিয়া পৌছিলেন, তখন লক্ষ কণ্ঠ হইতে জয়ধ্বনি উঠতে লাগিল। চতুর্দিকে মহা কোলাহল পড়িয়া গেল। তিনি অবতরণ করিবামাত্র অভ্যর্থনা সমিতির সভ্যের তাহার হস্তধারণপূৰ্ব্বক অগ্রসর হইলেন। তাহার সহিত ছিলেন তঁহার দুই গুরু ভাই, স্বামী নিরঞ্জনানন্দ ও শিবানন্দ এবং শিয়ু মিঃ গুডউইন। কাপ্তেন এবং মিসেস সেভিয়ার পূর্বদিন আসিয়া পৌঁছিয়াছিলেন। তঁাহারা ষ্টেশনে উপস্থিত ছিলেন, আর কলম্বে হইতে বৌদ্ধধৰ্ম্মাবলম্বী পূৰ্ব্বোক্ত টি, জি, হ্যারিসন সাহেব ও তঁহায় পত্নী আসিয়াছিলেন। ষ্টেশন হইতে নিৰ্গমনদ্বাবে আলাপ পরিচয়াদি হইল। তৎপরে স্বামিজীর কণ্ঠদেশ জয়মাল্যে বিভূষিত করা হইল এবং যন্ত্ৰৰূদ্যোখিত জাতীয় সঙ্গীতধ্বনি চতুর্দিক মুখরিত করিয়া তুলিল, উপস্থিত ব্যক্তিবৃন্দের সহিত সামান্য কথোপকথনস্তে স্বামিজী, গুরুভ্রাতৃদ্বয় ও শ্ৰীযুক্ত দুব্রহ্মণ্য আয়ারোয় 0لي؟