পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বামী বিবেকানন্দ । হয, যেন মার্কিন জাতিব নিকট ও তাহদের সাহায্যে সমগ্ৰ পাশ্চাত্য জাতির নিকট আমাদেব ধৰ্ম্ম যথাযথারূপে ব্যাখ্যাত হয । ঠিক এই সময়ে সৌভাগ্যক্রমে আপনাব সহিত আমাদিগেব সাক্ষাৎ হয়। আমব তখনই সকল জাতিব ইতিহাসে চিবকাল ধরিয়া যে সত্য প্রমাণিত হইষাছে—তাহা আবাৰ ठे४क्लकि করিলাম।--অর্থাৎ সময হইলেই উপযুক্ত লোকোব আবির্ভাব হইষা থাকে। যখন আপনি উক্ত ধৰ্ম্মমহাসভাষ হিন্দুধৰ্ম্মেব প্ৰতিনিধিৰূপে যাইতে স্বীকৃত হইলেন তখন আপনাব অপুৰ্ব্ব শক্তিসমূহেব পবিচয় পাইযা আমাদেব মধ্যে অনেকেই বুঝিযাছিলেন যে, উক্ত চিবস্মৰণীয ধৰ্ম্মসভায় হিন্দুধৰ্ম্মেৰ প্ৰতিনিধি অতি দক্ষতাব সতিত উহার সমর্থন কবিবেন । আপনি যেৰূপ স্পষ্ট ভাষায় বিশুদ্ধ ও প্ৰামাণিক ভাবে হিন্দুধৰ্ম্মেব সনাতন মতসমূহ প্ৰকাশ করিষাছিলেন। তাতাতে শুধু যে উক্ত মহাসভােব সভ্যগণেব হৃদয় বিশেষ ভাবে আকৃষ্ট হইযাছিল তাহা নহে, কিন্তু অনেক পাশ্চাত্য নরনাবী উপলব্ধি কবিযাছিলেন যে, ভাবতীয় ধৰ্ম্মনিৰ্ব্ববিদ্ণীৰ অমরত্ব ও প্ৰেমৰূপ সলিল পান কবিলে তঁাহাবা সতেজ হইতে পারেন ও সমগ্ৰ মানবসমাজ পূৰ্ব্বাপেক্ষা অধিকতর, পূর্ণতব খণ্ড বিশুদ্ধতব উন্নতিব ভাগী হইতে পাবে, যাহা জগতে আব কখনও ঘটে নাই। ধৰ্ম্মসমন্বয়ারূপ হিন্দুধৰ্ম্মেব বিশেষত্ব জ্ঞাপক মতটিব প্ৰতি জগতেব অন্যান্য মহান ধৰ্ম্মসমূহেৰ প্ৰতিনিধিগণেব মনোযোগ আকর্ষণ কেবাতে আমবা আপনার নিকট বিশেষ ভাবে কৃতজ্ঞ। প্ৰকৃত শিক্ষিত ও সত্যানুসন্ধিৎসু ব্যক্তিগণের পক্ষে এখন আর এরূপ বলা সম্ভব নহে যে, সত্য ও পবিত্ৰত কোন base