পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বামী বিবেকানন্দ। আপনিও সেই উচ্চভাবে অনুপ্রাণিত কষ্টষাই এই মহান কাৰ্য্যে আপনার সমগ্ৰ শক্তি নিম্নাক্ত করিতে কৃতসংকল্প হইয়াছেন। আশা কবি যেন ঈশ্বব রূপাযি আমরাও এই মতান কাৰ্য্যে আপনার সহযোগী হইবাব সৌভাগ্যলাভ করিতে পারি। আমরা সেই সৰ্ব্বশক্তিমান ও পা বাম দ্যাম্য পৰমেশ্ববোৰ নিকট সুন্দয্যের সহিত এই প্রার্থনা কপি যে তিনি যেন আপনাকে দীর্ঘজীবন ও পূর্ণ শক্তি প্ৰদান করেন আব আপনার কার্য্যকে যেন সনাতন সত্যের শিবোড়ুষেণেব উৎসূক্ত গৌরব ও সিদ্ধির মুকুট দানে আশীৰ্বাদ কবেন। উপরোক্ত অভিনন্দন পাঠের পর ‘বিদ্বৎবৈদিক সভা” “মন্দ্ৰাজ সমাজ সংস্কাৰ সমিতি’ ও পেতড়িব মহারাজা-ইহ্যাদিগেব প্রেরিত তিনটি অভিনন্দন এবং তদ্ব্যতীত সংস্কৃত, ইংৰাজী, তামিল ও তেলেগু ভাষায বচিত আবও বিংশতিটী অভিনন্দন পাঠান্তে স্বামিজীকে নিবেদন কৰা হইল। স্বামিজী যখন প্ৰত্যুত্তর দিবার জন্য দণ্ডায়মান হইলেন তখন যে উচ্চ কোলাহল ও জনসংঘর্ষ আরম্ভ হইল। তাহ) বর্ণনাতীত। দশসহস্রেরও অধিক লোক সমাগত ইষ্টয়াছিল। অনেকে স্থানাভাবে সভার বাহিরে দণ্ডায়মান থাকিতে বাধ্য হইযাছিলেন। যখন এই সংস্কৃদ্ধি জনসমুদ্রকে শান্ত করা অসম্ভব হইয়া উঠিল, তখন স্বামিজী হল হইতে বাহিরে গিয়া একখানি গাড়ীর কোচাবাক্সের উপর আরোহণ কবিষ, পার্থসায়থি শ্ৰীকৃষ্ণের ন্যায় বলিতে আরম্ভ করিলেন । কিন্তু ক্রমশঃ লোকের ভিড় অত্যন্ত রাড়িয়া উঠিল এবং সকলে স্বামিজীর বক্তৃতা শুনিতে না পাইয়া, Vývky"