পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

left যেরূপ ঔৎসুক্য ও অনুসন্ধিৎসা সৃজন করিয়াছেন, তাহাতে আমরা ধৰ্ম্ম, দর্শন ও নীতিশাস্ত্রের তুলনামূলক আলোচনকারী এই কেন্বিজ কনফারেন্সের সভ্যগণ-ভবৎকৃত সেই কাৰ্য্যকে বিশেষ মূল্যবান বলিয়া স্বীকার করিতে অতিশয় আনন্দবােধ করিতেছি। আমাদের বিশ্বাস আপনি ও আপনার সহকারী স্বামী সারদানন্দ ষে ভাবে এই ব্যাখ্যা করিয়াছেন, তাহাতে যে কোন গভীরতত্ব আস্বাদনেরই সুখ আছে তাহা নহে, পরন্তু তদ্বারা বহুদূরবর্তী বিভিন্ন জাতিসমূহের মধ্যে মৈত্রী ও সৌভ্রাত্ৰবন্ধন সুদৃঢ় হইবে এবং মনুষ্যজাতির সাধারণ ইষ্ট যে এক এবং তাহাদিগের পরস্পরের মধ্যে যে বিলক্ষণ ঘনিষ্ঠ আত্মীয়তা বিদ্যমান এই ধারণা (যাহা আমরা জগতের সকল উচ্চধৰ্ম্মের নিকট শ্রবণ করিয়া আসিতেছি। ) আমাদিগের হৃদযঙ্গম করা সহজ হইবে। আমাদের খুব আশা আছে, আপনার ভারতীয় কাৰ্য্য, এই মহাদুদেশ্য সাধনে আরও অধিক সহায়তা করিবে, এবং আপনি সেই দূরদেশস্থিত মহান আৰ্য্যবংশসমুদ্ভুত পাতৃগণের নিকট হইতে ভ্ৰাতৃস্নেহের সুস্নিগ্ধ আশ্বাসবাণী লইয়া পুনরায় আমাদিগের নিকট আগমন করিবেন, এবং সঙ্গে সঙ্গে আনিবেন আপনার স্বদেশীয়গণের জীবনযাত্রা প্ৰণালী ও ভাবের সংস্পৰ্শ হইতে যে অভিজ্ঞতা লাভ ও চিন্তাশালতার উদ্ভব হয় তাহার ফলস্বরূপ সুপরিপক্ক জ্ঞানসম্ভার। এই কনফারেন্সের অধিবেশনসমূহে যে ফলপ্ৰদ কাৰ্যসম্ভাবনার দ্বার উন্মুক্ত হইতেছে তাহা অবলোকন করিয়া আমরা সানন্দে জানিতে উদগ্ৰীব হইয়াছি আগামী বর্ষে আপনার কাৰ্য্যসমূহ কি &∂ዓ Œ