পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বামী বিবেকানন্দ । জাভিন্ন মাতৃস্থানীযা প্ৰাচীন আৰ্য্যজাতির এক শাখা কর্তৃক শাসিত, প্রাচীন। অথচ নবীন এই দেশের এই বহুদূৰ্ববৰ্ত্তী নগরী হইতে আমরা আপনাকে আপনার জন্মভূমি-যেখানে যুগযুগান্তরের জ্ঞানভাণ্ডার নিহিত আছে--সেই ভারতভূমিতে আপনা কর্তৃক আমাদিগের নিকট আনীত বাণীর প্রতি হৃদযের একান্ত শ্ৰদ্ধা ও প্রীতি বিজ্ঞাপিত করিতেছি । আৰ্য্যবংশোদ্ভব প্ৰতীচ্যবাসী আমরা আমাদের প্রাচ্য ভ্রাতৃগণের নিকট হইতে এত দীর্ঘকাল পৃথক হইয়াছি যে আমরা যে একই শোণিত হইতে উৎপন্ন তাহা আপনার আগমনের পূর্ব পৰ্যন্ত একপ্রকার বিস্মৃত হাইসাছিলাম বলিলেই হয । কিন্তু আপনি এদেশে আসিয়া আপনার দিব্যসামীপ্য ও অনুপম বচনচ্ছাটায় আমাদের মধ্যে সেই নির্বাণপ্ৰায় জ্ঞানবৰ্হি প্ৰজালিত করিয়াছেন, যদ্বারা আমরা জানিতে পারিতেছি যে আমেরিকার আমরা ও ভারতের আপনার বিভিন্ন নাহি-মুলতঃ এক । “প্ৰেমময় ও জ্ঞানময় জগদীশ্বর সকল কাৰ্য্যে আপনার সহায় ও নিয়ন্তী হউন এবং সৰ্ব্ববিধ কল্যাণ। আপনাকে আশ্রয় করুক। “ওঁ তৎসৎ ।” অন্যান্যঃ পত্রের মধ্যে একটি পত্রে স্বামিজীী বড় আহিলাদিত হুইয়াছিলেন। তাহাতে আমেরিকাবাসিগণ কর্তৃক তাহার গুরুভাইদিগের অভ্যর্থনা ও তাহদের কৰ্ম্মের বিস্তার ও সফলতার বৃত্তান্ত ছিল। নিউইয়র্কস্থ ‘নিউসেঞ্চুরি হল’এ বেদান্তসভার ছাত্রগণ শ্ৰীমৎ সারদানন্দ স্বামীকে যে অভ্যর্থনা করিয়াছিলেন তৎপ্রসঙ্গে wi: , fei, as ( Dr. E. G. Dey) firlf:Cir. - “শ্রোতৃমণ্ডলীর মধ্যে এমন অনেককে দেখিতেছি। যাহারা مb؟ وK