পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গোপাল শীলের বাগানে । গোমাতাবা যে কসাইদের হাতে পড়েন। সেও ত’ কৰ্ম্মফলে। তবে আব্ব তাদেব বঁাচাবাব দািবকবি কি ?” প্ৰচাৰক ঈষৎ ৬ প্ৰতিভ হইয়া বুলিলেন ‘হঁ। আপনি যা বা ছেন সে কথা সত্য ঘটে । তবে শাস্ত্ৰে আছে। গাভী। আমাদেব মাত । স্বামিজী ঈষৎ বাঙ্গচ্ছলে বলিলেন ‘হঁ, গাভী যে তোমাদেব মাতা তা’ বেশ বুঝতে ^াবৃছি। তা না হলে এমন সব ছেলে জন্মাবে। কোথা’ থেকে ?” বোধ হয়। সেই পশ্চিমী প্ৰচাবক এই বিদ্ধপের মৰ্ম্ম বুঝিতে সমর্থ হইলেন না। সেই জন্য আব্ব কিছু না বলিয়া পুনরায় স্বামিজীব নিকট অর্থসাহায্য প্রার্থনা কবিলেন। স্বামিজী বুলিলেন “দেখিতেছি। আমি সন্ন্যাসী মানুষ। টাকা কোথায় পাইব ? আর যদিই লোকে আমায় কিছু ভিক্ষা দেয়, তবে আমি সৰ্ব্বাগ্রে তাহা মানুষের কল্যাণেব জন্য ব্যয কবিব, তাহাদিগকে আহার, বস্ত্ৰ, শিক্ষা, ধৰ্ম্ম প্রভৃতি দিব। তারপব। যদি কিছু অবশিষ্ট থাকে। তবে তোমাদেব সভাষ দিতে পাবি।” লোকটি চলিযা গেলে স্বামিজীী বলিলেন “কৰ্ম্মবাদের প্রভাব কতদূৱ পৰ্যন্ত চলেছে দেখ। বলে কি তৃাবা কৰ্ম্মফলে মচ্ছে, তাদের সাহায্য করবো কেন ? এইতেই আজ দেশেব এই দুৰ্গতি ?” পূর্বেই বলিয়াছি যে শীলেদেব বাগানে ও আলমবাজারের মােঠ অনেক ব্যক্তি স্বামিজীব দর্শনার্থ আসিতেন, এবং সকলেই তাহার নিকট হইতে ধৰ্ম্মের উদারভাব লইয়া গৃহে ফ্রিরিতেন। যতই গোড়ী হউক না কেন, স্বামিজীর নিকট যাইলেই তাহার }