পাতা:স্বামী বিবেকানন্দ (প্রথম খণ্ড).djvu/৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বামী বিবেকানন্দ। সিমুলিয়ার দত্তবংশ। যিনি উত্তরকালে স্বামী বিবেকানন্দ নামে জগৎপ্ৰসিদ্ধ হইয়াছিলেন । তাহার। পূৰ্ব্বনাম নরেন্দ্রনাথ দত্ত। কলিকাতার অন্তর্গত সিমুলিয়া । নামক স্থানে প্ৰসিদ্ধ দত্তবংশে ইহার জন্ম হয়। ইহার পিতার নাম ৬/বিশ্বনাথ দত্ত ও পিতামহের নাম ৬/দুর্গাচরণ দত্ত। নরেন্দ্রনাথের । বাল্যজীবনের ইতিহাস বর্ণনা করিবার পূর্বে সংক্ষেপে র্তাহার পিতা ও দ্রা মিতামহের কিঞ্চিৎ পরিচয় দিলে পাঠক বুঝিতে পরিবেন যে, সন্ন্যাস- স্ট্র জীবনের প্রতি অনুরাগ একপ্রকার তাঁহাদের বংশগত ধারা। : দুৰ্গাচরণ সংস্কৃত ও পারস্য ভাষায় বিশেষ বুৎপন্ন ছিলেন এবং সঙ্গীতবিদ্যায়ও তঁাহার সম্যক পারদর্শিতা ছিল। তঁাহার পিতা রামমোহন দত্ত সুগ্ৰীম কোর্টের একজন খ্যাতনামা আইন-ব্যবসায়ী ছিলেন এবং তদুপার্জিত অর্থে দত্তবংশের যথেষ্ট বিষয়-সম্পত্তি ও গ্ল', পসার প্রতিপত্তি হইয়াছিল। দুর্গাচরণও আইন ব্যবসায়ে. প্ৰবেশ । করিয়াছিলেন এবং শীঘ্রই ধনে মানে পিতার সমকক্ষ হইয়াছিলেন। , किलु डिनि श्ङॉयडई श्रन्थांश ছিলেন এবং সর্বদা সাধুসঙ্গ ও সাধুসন্ধা, করিতেন । ধন মান যশঃ তাহাকে অধিকদিন সংসারে আবদ্ধ রাশ্বিত্তে : পারিল না। পঁচিশ বৎসর বয়সে তিনি স্ত্রী ও একমাত্র পুত্রের রক্ষণা: বেক্ষণ ভার আত্মীয়স্বজনের হস্তে সমপৰ্ণপূর্বক গৃহত্যাগ করিলেন: