পাতা:স্বামী বিবেকানন্দ (প্রথম খণ্ড).djvu/৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*िश्झठु 文@” উঠিতেন। অন্যান্য মক্কেলগণ র্তাহার ঐ প্রকার ভাব ভঙ্গী দেখিয়া যেন দমিয়া যাইতেন ও হঠাৎ কথাবার্তা বন্ধ করিয়া নীরবে স্ব স্ব হুকায় গভীর মনযোগ দিতেন । তাহার ফলে সেই বিস্তীর্ণ বৈঠকখানা গৃহটি কুণ্ডলায় মান ধূমপুঞ্জে পরিপূর্ণ হইয়া উঠিত। এই মুসলমান মক্কেলটা কিন্তু নরেন্দ্রকে বড় ভালবাসিতেন। নরেন্দ্রও তাহাকে দেখিবামাত্ৰ “চাচা” বলিয়া ছুটিয়া আসিতেন এবং তঁাহার পলাণ্ডুমুবাস্তি মুখ হইতে পঞ্জাব আফগানিস্থানাদি দুৰ্গম দেশে উষ্ট্র, - অশ্বগজাদি সাহায্যে বাণিজ্য যাত্রার সুদীর্ঘ কাহিনীসমূহ উৎকৰ্ণ হইয়া শ্ৰবণ করিতেন। য়ে ‘গল্পের আদি অন্ত ছিল না। কিন্তু শৈশবোচিত কৌতুহলবশতঃ তিনি সেই সব গল্প শুনিতে বড় ভালবাসিতেন। বৃদ্ধ অনর্গল বুলিয়া যাইতেন--তিনিও বিস্ময়-বিস্ফারিত-নেত্রে তাহার মুখপানে : চাহিয়া সেই সূত্র:শ্লোমহর্ষণ বৃত্তান্ত শ্রবণ করিতেন। মুসলমানটী আবার | মধ্যে মধ্যে র্তাহাকে মিঠাই সন্দেশ ইত্যাদি খাইতে দিতেন। তিনিও ** দ্বিধাশূন্য চিত্তে সেগুলি ভূক্ষণ করিতেন। কিন্তু অপর মক্কেলগণ (ভিন্ন ভিন্ন জাতীয় পূহইলেও সকলেই হিন্দু) ইহাতে শিহরিয়া উঠিতেন। কি সৰ্ব্বনাশ! হিন্দু হইয়া মুসলমানের স্মৃষ্টি খাদ্য ভোজন। এইরূপ ष्टिोत्र निश्लेि श्यों ऊँiशब्रा घन ঘন : ধূম উদগীরণ করিতেন এবং সঙ্গে । সঙ্গে ভ্ৰষ্টাচার বালকের ভবিষ্যৎ, দুৰ্গতি স্মরণ করিয়া তাহার প্রতি । দ্রুফুটীপুন্টু কষ্ট্ৰীক্ষা ভূচুকরিতে ছাড়িতেন না। বিশ্বনাথ বাবু যখন গৃহে । প্ৰবেশ করিয়া এইরূপ দৃশ্য প্রত্যক্ষ করিতেন তখন ব্যাপারটী বুঝতে র্তাহার বাকী থাকিত না। কিন্তু তিনি “নিজে আহারাদি বিষয়ে আচার : পালন সম্বন্ধে কিঞ্চিৎ উদাসীন ছিলেন, সুতরাং পুত্রের এবম্বিধ । আচরণে প্রকাশ্যে কিছু না বিলিয়া মনে মনে হাসিতেন। * ... ‘’একদিন বড় মর্জা হইয়াছিল। বিষয়কৰ্ম্মের কথা উত্থাপিত ।