পাতা:স্বাস্থ্য-বিজ্ঞান - সুন্দরীমোহন দাস.djvu/১৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| সাধারণ স্বাস্থ্যবিজ্ঞান فسرا 8 وح পুনটীকা বা রী ভ্যাকসিনেশনের (re-vaccination) লক্ষণ-কেনি স্থলে প্রথম টীকার ন্যায়ই হইয়া থাকে; কিন্তু সাধারণতঃ ভেসিকেলের পরিবর্তে পেপিউল (papulle) হইয়া থাকে। পেপিউলের চতুর্দিকে এরিওলা হয় । পঞ্চম দিবসে বা তৎপূর্বেই ইহার বিশেষ বৃদ্ধি। ভেসিকেল হইলেও ইহার আকার প্রথম টীকার দানার ন্যায় হয় না, এবং ইহার বিকাশ অতি শীঘ্ৰ সম্পন্ন হয়; এমন কি, ষষ্ঠ দিবস বা তৎপুর্বেই ইহা পক্কতা প্ৰাপ্ত হয়। অষ্টম দিবস ও তৎপূর্বে এরিওলা লয় প্রাপ্ত হইতে থাকে, এবং মামড়ী ও শীঘ্র শীঘ্ৰ গঠিত হইয়া খসিয়া যায়। প্রথম টীকা অপেক্ষা পুনটীকার এরিওলা অধিক বিস্তৃত হয় এবং সেলিউলার মেম্বেনের স্ফীততা ও গ্লানি অধিক হয়। দানা ও ইহার চতুর্দিকে চুলকানি এবং য়্যাক্সিলারী গ্রাণ্ডের ইরিটেশনও অধিক হইয়া থাকে। কখনও বা চতুর্থ ও পঞ্চম দিবসে জর খুব প্রবল হয়। টীকা দিবার প্রণালী ( Vazzzzaz Czeration )—প্ৰগণ্ডের বহিদিগে (outer aspect of the arm) ডেলটয়েড भ८व्लङ् ইনসার্শনের নিকট (near the insertion of the deltoid muscle) HistgåB: টীকা দেওয়া হইয়া থাকে। } ইংলিশ লোকেল বোড়ের উপদেশ ৪— ১ । বসন্তের ভয় না থাকিলে, সুস্থ ব্যক্তি ব্যতীত কাহাকেও টীকা দিবে না। টীকা দিবার পূর্বে দেখিতে হইবে যে শিশুর কিছুমাত্র জ্বর, পেটের অসুখ বা চৰ্ম্মরোগ নাই ; কর্ণের পশ্চাতে, উরুর বা অন্য কোন স্থানের চৰ্ম্মের বলীতে (folds) একবিীমা (eczema) বা ক্ষত আছে কি না তাহ বিশেষ রূপে দেখিতে হইবে। শিশু যদি হাম, স্কালে টিনা প্রভৃতির সংস্পর্শে আসিয়া থাকে, অথবা শিশুর গৃহে বা তাহার সন্নিকটে যদি এরিসিপেলাসের প্রাদুর্ভাব হইয়া থাকে, তাহা হইলে, বিশেষ প্রয়োজন ব্যতীত, টীকা দিবে না। ২। প্রথম টীকার সময় এমন ভাবে অস্ত্ৰ করিবে ও লিম্ফ লাগাইবে যাহাতে অৰ্দ্ধ ইঞ্চি অন্তরে চারিটি ভেসিকল বা ভেসিকল পুঞ্জ (groups of versicles) উৎপন্ন হইবে। অষ্টম দিবসে দানা অনু্যন অৰ্দ্ধ বর্গ ইঞ্চি পরিসিতা হওয়া উচিত ।