পাতা:স্বাস্থ্য-বিজ্ঞান - সুন্দরীমোহন দাস.djvu/৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বাস্থ্যবিজ্ঞান । سيط ইহাতে সোডিয়ম কার্বনেট, সোডিয়াম সলফেট প্রভৃতি কঠিন পদাৰ্থ ও অর্গানিক পদাৰ্থ অধিক পরিমাণে থাকে। চুণময় ভূমির জলে কালসিয়ুম সালফেট অধিক কিন্তু অর্গানিক পদার্থ অল্প ; তাপ সংযোগে ইহার কাঠিন্য বিদূরিত হয় না। সিলিনাইট ভূমির জল ক্যালཐང་ཀ་ན་ཀ་ཐiཅ সিয়াম সল ফোঁট পূর্ণ ও কঠিন। কর্দমময় ভূমির জলে দ্রবীভূত পদাৰ্থ অতি অল্প, কিন্তু অদ্রবীভূত পদার্থের পরিমাণ অধিক । য়্যালুভিয়েল (alluvial) ভূমির জলে ক্যালসিয়াম কার্বনেট ও সালফেট, ম্যাগনিসিয়াম সলফেট, সোডিয়ম ক্লোরাইড এবং কার্বনেট, লৌহ, সিলিকা এবং অর্গানিক পদার্থের পরিমাণ অধিক । মাঠের উপরিস্থ জলে সাধারণতঃ অধিক পরিমাণে অর্গানিক ও ধাতব পদাৰ্থ থাকে। বাসভূমির নিকটস্থ অগভীর কূপজলে ক্যালসিয়াম ও সোডিয়ম নাইট্ৰাইট, নাইট্রেট, সালফেট, ফসফেট এবং ক্লোরাইড ও অর্গানিক পদাৰ্থ অধিক পরিমাণে থাকে। গভীর কূপজল প্রায় বায়ুহীন। জলাভূমির জলে ঔদ্ভিদ পদাৰ্থ এবং অদ্রবীভূত অর্গানিক পদাৰ্থ অধিক, অল্প পরিমাণে কার্বনিক ও সালফিউরিক য়্যাসিড এবং ক্লোরিণ সংযুক্ত ক্যালসিয়াম ও সোডিয়ম থাকে। ইহাতে ম্যালেরিয়ার বীজ পাওয়া যায়। সমাধিভূমির নিকটস্থ জলে অধিক পরিমাণ স্ল্যামোনিয়ম ও ক্যালসিয়াম নাইট্ৰাইট ও নাইটেট, ফ্যাট (fatty) স্ন্যাসিড এবং অর্গানিক পদার্থ থাকে। সমুদ্রের নিকটস্থ কূপজলে অধিক পরিমাণে লবণ থাকে। বৃষ্টির জলে বায়ুস্থিত, ভূমিস্থিত এবং গৃহের ছাদস্থিত ময়লায় পরিপূর্ণ হয়। ইহাতে য়্যামোনিয়া ও সালফিউরিক য়্যাসিড (“বায়ুর সুয়েজ”) এবং অন্যান্য পদার্থ থাকে । (২) স্রোতপ্রবাহে-নদী খাল প্রভৃতির স্রোতজলে দুই প্রকার ময়লা মিশ্রিত হয়, বাসভূমি হইতে প্রবাহিত মলত্ত মূত্র ও মলিন জল ইত্যাদি (Sewage) এবং কারখানার ময়লা (manufacturing impurities) যথা রং, চৰ্ম্ম, কাগজ, পশম, ধাতু ইত্যাদি। এতদ্ভিন্ন কৰ্ষিত ভূমির কৰ্দম, বালু, খড়ি, প্রাণিদেহজাত ८ऊ) ििऊ अश्व्] ।