পাতা:স্বাস্থ্য-বিজ্ঞান - সুন্দরীমোহন দাস.djvu/৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Y8 স্বাস্থ্যবিজ্ঞান । মানব দেহে প্রবেশ করে। বিলহাজর্ণ কৃমি বা বিলহার্জিয়া হিমেটোরিয়া এস্থি,য়ো আকারে জলে থাকে এবং জলের সঙ্গে দেহে প্রবেশ করে । কেহু কেহ এ বিষয়ে সন্দেহ প্ৰকাশ করেন । এই কৃমির দরুণ মিসর, মরিসাস প্রভৃতি দেশে স্থানবিশেষে বহুলোেক রক্তমূত্ররোগে(Endemaac haemaataria) আক্রান্ত হয়। এস্কিলোষ্টোম্যম্ ডুয়োডিনেলি লঙ্কাদ্বীপের বেরি-বেরি রোগ উৎপাদন করে, ডাক্তার কিনসির এই ধারণা। ডাক্তার জাইলাস এই কৃমি আসামের কালা-জারের কারণ বলিয়া নিৰ্দেশ করিয়াছেন। এই জষ্ঠ্য তিনি কালী-জ্বরের এস্কিলোষ্টোমিয়েসিস নামকরণ করেন। এই রোগে আসামে প্রতি বৎসর ১০,০০০ সহস্রের অধিক মৃত্যু হইয়া থাকে । এস্কিলোষ্টোম্যম্, ডুওডিনম ও জুজুনামের উৰ্দ্ধভাগে অবস্থিতি করে এবং ইহার ডিম্ব রোগীর মলে পাওয়া যায়। ডাক্তার জাইলস বলেন ইহারা মৃত্তিকায় বৰ্দ্ধিত হয় এবং ধূলার সঙ্গে খাদ্য দ্রব্যে মিশ্রিত হইয়া শরীরে প্রবেশ করে। কখনও বা পানীয় জলের সঙ্গেও প্রবিষ্ট হইয়া থাকে। জোক ফ্যারিংস এবং পোষ্টিরিয়র ন্যারিসে প্রবেশ করিয়া কফ নসিয়া, রক্তবমন প্রভৃতি উৎপাদন করে । একদা ৪০০ ফ্রেঞ্চ সৈন্য এই কারণ বশতঃ হাসপাতালে ভৰ্ত্তি হইয়াছিল এবং অনেকের হিম্পটাসিসের ন্যায় বারংবার ল্যারিংসের রক্তস্রাব হইয়াছিল । (१) श्रांडूदिक्ष । সীসা, পারদ, আসেনিক, তাম্র এবং দস্তা পানীয় জলে মিশ্রিত হইয়া স্ব স্বী লক্ষণ প্ৰকাশ করে । (-) aft- (sitt (SPECIFICDISEASES) :- ম্যালেরিয়া জ্বর । এ বিষয় দুইটী পরস্পর বিরোধী মত প্রচলিত রহিয়াছে। একদিকে অধ্যাপক কলিন, হাৰ্য, প্রভৃতি পণ্ডিতগণ দূষিত জল হইতে ম্যালেরিয়ার উৎপত্তি অস্বীকার করেন। অপরদিকে অতি বৃদ্ধ হিপোক্রেটিস হইতে আধুনিক মুর পর্য্যন্ত অনেকে দূষিত জল জ্বরের কারণ বলিয়া নির্দেশ