পাতা:স্বাস্থ্য-বিজ্ঞান - সুন্দরীমোহন দাস.djvu/৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জলের শোধন | ❖ግ ঈষৎ লাল হইবামাত্র ৫ মিনিট কাল বিরাম করিতে হয় ; লোহিত বর্ণ যদি অদৃশ্য হয়, ৩৬ বিন্দু এবং আবশ্যক হইলে আরও ৩০ বিন্দু কণ্ডিস ফ্লাইড, মিশ্ৰিত করিয়া ৬ ঘণ্টাকাল জল এক স্থানে রাখিয়া দিতে হইবে । তৎপর প্রতি গ্যালনে ৬ গ্ৰেণ ফ’টকিরি প্রক্ষেপ করিবে। যদি জল “সফট” হয় তাহা হইলে তাহাতে অল্প ক্যালসিয়াম ক্লোরাইড ও সোডিয়ম কার্বনেট মিশ্রিত করিয়া ১২-১৮ ঘণ্টা কাল রাখিয়া দিতে হইবে । বিশুদ্ধ কণ্ডিস্ ফ্লাইড জলের হাইড়োজেন সালফাইড ও নানাপ্রকার দুৰ্গন্ধ বিনাশ করে । ইহা দ্বারা অর্গানিক পদার্থ কিয়াৎ পরিমাণে শোধিত হয়। ইহার দরুণ যে ঈষৎ হরিদ্র্যাবর্ণ উৎপন্ন হয় তাহা অনিষ্টকর নহে। ফটকিরি সংযোগে এই বৰ্ণ কখনও কখনও তিরোহিত হয় । (৯) ট্যানিনাপ্রধান য়্যাষ্ট্রঞ্জেণ্ট উদ্ভিদ প্ৰক্ষেপন-চা বা কাইনো নিক্ষেপ করিয়া সিদ্ধ করিলে দুষিত জল বিশুদ্ধ হয়। চীন দেশে এই প্ৰথা আছে। মিশরে তিক্ত বাদাম এবং বার্বরি দেশে লরিয়ার গোলাপ নামক ফুল পাত্রে ঘর্ষণ করিয়া জল শোধিত করা হয়। ( ১০ ) নিৰ্ম্মালী ঘর্ষণ-নিৰ্ম্মালীর বীজ ২.১ মিনিট পাত্রের অভ্যন্তরে ঘর্ষণ করিয়া জল কিয়ৎক্ষণ রাখিয়া দিলে অদ্রবীভূত ময়লা অধঃস্থ হয়। ( ১১ ) অঙ্গর দ্বারা শোধন-জলে অঙ্গার নিক্ষেপ করিলে, কিম্বা কাষ্ঠ পিপার অভ্যন্তর দগ্ধ করিয়া তন্মধ্যে জল রাখিলে, জলের অর্গানিক পদাৰ্থ শোধিত হয়। কিন্তু সময়ে সময়ে অঙ্গার পরিবৰ্ত্তিত কিম্বা পিপার অভ্যন্তর পুনদগ্ধ করা উচিত। ফ্রাঙ্কল্যাণ্ড বলেন কোক (Coke) কয়লার ক্ষুদ্র ক্ষুদ্র টুকরা ফেলিয়া নাড়িলে জলের য়্যানিমেল ম্যাটার দুৱীভূত হয়। ( ১২ ) উদ্ভিদ দ্বারা শোধন-পাট শেওলা, লালপদ্ম, শুষণা প্রভৃতি হইতে অক্সিজেন নিৰ্গত হইয়া জল শোধিত করে। সুপ্ৰসিদ্ধ ফেরার এবং ইউয়ার্ট বলেন পুষ্করিণীতে কুস্তিকা ( পানী ) এবং শৈবাল নিক্ষেপ করিলে দ্রবীভূত অর্গানিক পদাৰ্থ বিনষ্ট হয়। (১৩) ফিণ্টেশন বা ছাকন—ফিণ্টেশনের উদ্দেশ্য ত্ৰিবিধ:-(১) জলের অদ্রবীভূত পদাৰ্থ ফিলটারের ছিত্ৰে সংলগ্ন হইয়া থাকে ; Οζ