পাতা:হংসবিলাস পাঁচালি.djvu/৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হ৭স বিলাস পাচলি । శ్రీశ్ర গেল, গেীর কিম্ব নিতাই বল চল সভে হব তীর্থ বাসী ৷ ঈশ্বর পদ ঈশ্বর ভাবি; বিরচিল কাব্য কবি; রবি সুতে হইতে নিস্তার। বৈষ্ণব চরণে রতি, সেই সে উত্তমগতি; বৈষ্ণব প্রতি রতিমতি, যেন আমার রহে অনিবার। বৈষ্ণবচরণ রেণ, ভূষণ করিয়ে তন, *. d'<ーdへ ميلان সেবি পদ বৈষ্ণব গোসাঞি । যেই বলে গৌর বুলট তার লয়ে পদ ধূলী সদাই বলি বলিহারিযাই । গীত রাগিণী বিভাষ । তাল এক তাল।। এসে ভব বাসে মায়ার বসে দিন গেল । দিন গেল গেল দিন নিতাই কিম্ব গৌর বল ॥দার। সুত পরিজন, সকল কর বিসজ্জন, দারামুতে কিব। প্রয়োজন ধনথর মৃতদার, বলকোথ} রবে তারা, ঢাকিলে নয়নের তারা, বলিবে তার মল মল ৷ চিলের প্রতি হ^সের প্রত্যুত্তর । - ছড়া। বাঙন হয়ে চত্রে তক, কুকুরের পেটে ঘৃত । সক্র, ফণীর সহ ভেকের বক্র কাকে গ্রসে আমু পর্ক, অসম্ভব সম্ভব শুনে অঙ্গ জলে। যেমন ছুচর ইচ্ছে মাথিতে আতর, মূটের গায়ে নেটের চাদর, ' রাজ ধানিতে ইচ্ছে ইতর, তেমি ইতর তোর জন্ম ইতর কুলে। তুই নিজে চিলের বংশ, হতে চাস বৈষ্ণবের অNশ; মৎস্য মা’স ক্লিৰল তোর ভক্ষে । জানিসন। বৈষ্ণবের মৰ্ম্ম, নিতে মালি সন্ন্যাস ধৰ্ম্ম, বৈষ্ণবের ধৰ্ম্ম কিসে হবে রক্ষে । তুই নিজে ইতর অতি ভ্ৰাম্ভ; জানিসন। বৈষ্ণব তন্ত্র, গ্রন্থ কভ দেখিস