পাতা:হংসবিলাস পাঁচালি.djvu/৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হ১স বিলাস পাচালি। 86t কলির মাহাত্ম্য। শুনরে কলির লোক, কার কর মায়া শোক; মায়া ধরের না বুঝিলে মৰ্ম্ম । মিছেকর উপাৰ্জ্জুন, ন। চিমিলে সাধুজন, কিসে রক্ষে হবে গৃহ ধৰ্ম্ম । কলির জীব হয়েছেন ভ্রষ্টা, অধৰ্ম্মেতে সদা চেষ্টট হলেন ন ধৰ্ম্ম পথের পর্থী। বিষয় মদে সদা মত্ত, ভাবিলেন।পরমাথ, কালান্তে কি হইবে গতি ৷ পর হি৭সা পরবাদ ঘটায় কিবল বিবাদ, সৰ্বদা করেন চাতুরী।পর অন্নে করে হিংসে, মত্ত সদা মদমাংসে হরণ করে পরের চাকরী ৷ কলির জীব হয়েছেন ভারি, মানেনাক ব্রহ্ম হরি; হরিনাম ন্যায়ন কৰ্ম্ম পরে। যদি কোন সাধুজন, করে হরি সংকীত্তন বলে বেটা ভাটের মত মিছে বকে মরে ৷ চলথ চলে চল হরি নামে কি হবে বল, হরিনাম বৈরাগিদের পক্ষে আমরা হলেম গৃহিজন হরিনামে কি প্রয়োজন, আমরা তে কৃত্তে জাৰ্বন ভিক্ষে । যদি কোন জ্ঞান, বান,নিত্যকরে গঙ্গাস্নান;তারে কেহ ভালতো বলে না। বলে প্রত্যাবধি প্রাতঃকালে; স্নান কতে যায় গঙ্গাজলে, কোন দিন মরিবে বেট। গায়ে ধরে নন। দারুণ নন। গঙ্গাজল, তাতে নাইলে কি হবে ফল, এই ৰূপে তারে করয়ে নিন্দন । যদি কোন মহা জ্ঞানী, পূজাকরে শূলপাণি শিবলিঙ্গ করিয়ে গঠন ৷ এমি তারে ইঙ্গিত করে সোজা, কেন করে পুতুলের পূজা, পুতুল পূজে প্রতুল কিবা হবে। তপ জপ কর মিছে, কলিতে কি সাধন আছে;