পাতা:হংসবিলাস পাঁচালি.djvu/৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪৮ : হ৭স বিলাস পাচলি । ঘাটায় ৷ হবে আমার কোট বাড়ী, মানেতে হইব ধাডী; আঢিমাপা আমার মান্যমান । লোকের পানে না ফিরে চাব, ডাকিলে ন কথা কব, দুঃথি বেটার কি আমার সমান । পরিব তসরের ধুর্তী পায়ে দিব জরির জুত, কৃতি গায় ফুর্তি দে বেডাব । ওবেটার। বিযম দুঃথী; বসে থাকে যেন পক্ষি, দুঃখী বেটাদের সঙ্গে অকি না করিব । মনেই করে দপ; পথে ঘাটে করে গপ, আমার মত ভাগ্যবন্ত আছে কেটা । দিঘ্য দিব্য পোসাক করে; চলেন বাবু কোচ ধরে, যেমন নবাব থাঞ্জাথাঞের বট৷ মনে২ করে আক্রোশ্যে মানুষ কেটা আছে দেশে, সকল বেটা হয়ে পড়েছে দুঃখী ! কথা কব কারকাছে আনারস্তুল্য কেবা আছে,দুঃথা বেটাদের সঙ্গে করি নাক অঙ্কি! কোন বাবু থান তালের তাডি, কোন বাবু যান রাড়ের বাড়ী তাডি়েমদে মেতে কবলান বাবু । ছাডিলে তাডির নেশ, বাবুহন ভদ্র চাষা, চাৰ্যায় হন বাবু নেশায় হলে কাবু। এইৰূপে কলির ভদ্র, অন্যকে ভাবে অভদ্র, আপনি ভদ্র হতে চায় । করেন। পরের মান্য আপনি হইতে ধন্য, সৰ্বদ থাকে এই চেষ্টায় । মনেতে ভাবেন। বাবু; কোন দিন হৈবে কাৰু, সমনবাব কবে লয়ে যাবে এত সাধের কোট বাড়ী, সকলি থাকিবে পডি, হরির ধন হরিতে লইবে । ঈশ্বরচন্দ্র বলে বাবু, কোন দিন হৈবে কাবু, হুক্ষবাবুর নাম কর সরে । যুমহোঁসে ইরুবাবু তার হুঙ্গমে সকল কাবু বিল সৈ করেন