এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
“ о о হঠাৎ নবাব । এত বড় লোক হয়ে তুমি যে আমার স্বামীর পাগলামিতে সাহায্য কর এ তোমার ভারি অন্যায়। আর ভূমি বেগম বড় ঘরের স্ত্রীলোক হয়ে যে একটি সংসারের মধ্যে ঝগড়া বাধিয়ে দিচ্চ, আর তোমার প্রেমে পড়তে আমার স্বামীকে উৎসাহ দিচ্চ, এ তোমার মত লোকের উচিতও নয় উপযুক্তও নয়। দরি । এ সকলের অর্থ কি ? দোরাস্ত, তোমার ভারি অন্যায় যে তুমি আমাকে এখানে এনে ঐ মুখ ফোড় স্ত্রীলোকের কাছে থেকে কতকগুল কথা শুনালে । দে। (প্রস্থানোদ্যত দরিমেনের অনুসরণ করিয়া) বেগম, বেগম, কোথায় পালাচ্চ ? জু। বেগম-নবাব সাহেব, আমার হয়ে স্থা কথা বেগমকে বল, আর ও কে ফিরিয়ে আনবারও চেষ্টা কর । তৃতীয় দৃশ্য। জুদfার স্ত্রী, জুর্দf, পেয়াদ। জু। বেয়াদব কোথাকারে, বড় কাজই করেছ! সকলের সামনে আমাকে অপমান করলে আর বড় লোকদের কিনা আমার বাড়ি থেকে তাড়িয়ে দিলে ! জু-স্ত্রী। বড় লোক না মাথা !