বিষয়বস্তুতে চলুন

পাতা:হঠাৎ নবাব.djvu/১১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

So 8 হঠাৎ নবাব । জু। তা হলে তুমি আমাকে বড় বাধিত করবে। এখন কি জন্য আসা হয়েচে ? কো। সেই বড় লোক আপনার স্বগীয় পিভার সঙ্গে পরিচয় হবার পর আমি সমস্ত পৃথিবী ভ্রমণ করতে বেরিয়েছিলুম। জু। সমস্ত পৃথিবী ? কে৷ ৷ ই । দু। বোধ হয় সে খুব দূর দেশ । কে । ই নিশ্চয়ই । আমি সবে চার দিন হল সেই দূর দেশ থেকে এসেছি। আর আপনাদের সংক্রাস্ত সকল বিষয়েরই আমি খোজ খবর রাখি কি না, তাই একটা ভারি সুগবর আপনাকে দিতে এসেছি । छू । কি মুখবর ? কো। আপনি জানেন যে তুর্কের বাদসার ছেলে এখানে আছে ? জু। আমি ? —না। কো । সে কি। অনেক লোক-লস্কর আসবাব সঙ্গে এসেছে, সহর শুদ্ধ লোক যে তা দেখতে যায়—আর আমাদের দেশে খুব বড় লোক বলে মান পেয়েছে। জু। মাইরি, এ কথা আমি জানভেম না। কো। আর আপনার পক্ষে সুবিধে এই যে আপনার কন্যার উপর তার মন পড়েছে।