পাতা:হঠাৎ নবাব.djvu/১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম অঙ্ক । ա ততক্ষণ তোমরা থেকে। অামার পোষাকটা তোমাদের দেখতে হবে। না-ওস্তাদ —হজুরের যা মর্জি । জু—আজ আমি মাথা থেকে পা পৰ্যন্ত বড় লোকদের পোষাক পরব। গা-ওস্তাদ ।—তা পরবেন বৈ কি ! জু।—আমার দর্জি বলে যে বড় লোকের সকাল বেলা এই পোষাক পরে । গাওস্তাদ। হজুরের গায়ে বড় সরেস মানিয়েছে। জু।–ওহে পেয়াদা, আমার দুই দুই পেয়াদ ! প্রথম পেয়াদ। —আজ্ঞে হজুর, কি হুকুম ? জু –ন কিছু না –আমি দেখছিলুম, তোর হাজির আছিস্ কি না । ( ওস্তাদদের প্রতি ) চাকরদের পোষাক কেমন হ ? না-ওস্তাদ । — চমৎকার । জু।–(আলখাল্লা খুলিয়া, লাল মকমলের পায়জামা ও জাম। দেখাইয়।) এই রকম পোষাক প’রে সকাল ব্যালা ব্যাড়াতে ট্যাড়াতে বেশ । গা-ওস্তাদ।--অতি উত্তম । জু।–পেয়াদী ! প্রথম পেয়াদ। —হজুর ! জু।—আমার আর এক পেয়াল ।