পাতা:হরিভক্তিসুধোদয়ঃ.djvu/৩৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৯শ অধ্যtয়: । ] হরিভক্তিক্ষধোদয়ঃ ? ❖ዓ¢ সম্মার্গ বিভচেীরেণ গুণপুণ্যবসায়িনী ॥ ৪৫ ॥ জপ যজ্ঞ তপঃ ক্ষান্তি সরিস্তিশিটরসংস্কৃতং । মহান্তমপি পুণ্যাক্কিং ক্রোধাগস্ত্যং ক্ষণাৎ পিবেং r৪৬ গোষ্ঠে ব্যাঘ্ৰং যথেtৎস্থ জ্য গাঃ কোটীরজয়ন্নপি । নৈব প্রাপ্নোতি তদৃদ্ধিং তদ্বৎ ক্রোধা তপঃফলং ॥ ৪৭ ॥ কে বা ক্রোধেন ন হতাঃ স্বস্থানদ্রোহকারিণী । এবং শোকেন মোহেন মৎসরেণ চ কোটিশঃ ॥ ৪৮ ॥ লোভগ্রস্তাস্ত বীভৎস দৃষ্ট ভূয়ো বুধ অপি । o,


ه --س-----------------------------------------------

এবং দয়া দক্ষিণ্যাদি গুণস্বরূপ পবিত্র কাননের দাবানল একমাত্র ক্রোধ, মহাপরাক্রমশালী মহাত্ম নহুষ প্রভূতি রাজর্ষিদিগকেও বিনাশ করিয়াছে ॥ ৪৫ ৷ জপ যজ্ঞ, তপ এবং ক্ষমাগুণরূপ নদীসমুহ দ্বারা পুণ্যরূপ সাগর, বহুকাল পর্য্যন্ত পরিপূর্ণ হইয়া রহিয়াছে। এই পুণ্যরূপ সমুদ্র অত্যন্ত বিশাল হইলেও ক্রোধরুপ অগস্ত্যমুনিই ইহাকে ক্ষণকালের মধ্যে পুীন করিতে পারে ॥ ৪৬ ॥ এককোটি ধেনু উপার্জন করিয়াও গোষ্ঠমধ্যে যদি একটা ব্যাঘ্ৰ ছাড়িয়া দেওয়া যায়, তাহা হইলে যেমন আর কিছুতেই ধেমুর বৃদ্ধি আশা করা যায় না, সেইরূপ ক্রোধপরায়ণ মনুষ্য তপস্যার ফল লাভ করিতে পারে না ॥ ৪৭ ॥ ক্ৰোধ যে স্থানে অবস্থান করে, তাহারই সৰ্ব্বনাশ করে, এই স্বস্থানের অনিষ্টকারী ক্রোধ সকলকেই বিনাশ করিয়৷ থাকে, এইরূপ শোক, মোহ এবং মাৎসর্ঘ্য কোটি কোটি লোককে বধ করিয়াছে ॥ ৪৮ ॥ লোভপরায়ণ ব্যক্তিগণ যদি জ্ঞানবান পণ্ডিত হন এবং