পাতা:হরিভক্তিসুধোদয়ঃ.djvu/৪০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হরিভক্তিযুণোদয়ঃ । [ ২০শ অধ্যায়ঃ। טיכאS\ চেতে গীতপ্রিয়ঞ্চৈতদ্বিষ্ণুগীতে সমপয়েৎ । কথায়াঞ্চেৎ কথাঞ্চিত্রাং শৃণুয়াৎ কখয়েদ্ধয়েঃ ॥ ৪ ॥ রূপার্থি চেত্ত তস্যৈব প্রতিমাশ্চিত্রকোমলাঃ । পশ্যেৎ স্বলস্কৃতাস্তত্র রমতে যদযথেচ্ছয় ॥ ৫ ॥ ন হোকক্রাপ্রিয়ং তাবচঞ্চলং পাপি মানসং । তদ্ধরেশ্চিত্রবাৰ্ত্তস্য বাৰ্ত্তীস্থ রময়েৎ সুধীঃ ॥ ৬ ॥ নচ চিত্তোৎসব। বার্তাশ্চিত্রলীলং হরিং বিন । সন্ত্যস্যেমাং যদিচ্ছাতশ্চরাচরঞ্জ{ৎস্থিতিঃ ॥ ৭ ॥ চিত্ত যদি সঙ্গীতপ্রিয় হয়, তাহা হইলে তাহীকে বিষ্ণুর সঙ্গীতবিষয়ে নিক্ষেপ করিবে । চিত্ত যদি কথা শুনিতে ভাল বাসে, তাহ হইলে হরির বিচিত্র কথা শ্রবণ করিবে ও বলিবে ॥ ৪ . y মন যদি রূপ ভাল বাসে, তাহ। হইলে মন নারায়ণেরই সুন্দর রূপে মুসজ্জিত, বিচিত্র অথচ কোমল প্রতিমা সকল নিরীক্ষণ করিবে, ভগবমূর্তি দর্শন করিলে যদৃচ্ছাক্রমে তাহাতেই মুন আনন্দিত হইতে পরিবে ॥ ৫ ॥ মন অপ্রিয়, চঞ্চল এবং পাপিষ্ঠ, কখন এক স্থানে স্থির থাকিতে পারে না, একারণ বুদ্ধিমান ব্যক্তি র্যtহার কথা সকল অতি বিচিত্র, সেই হরির কথাসকলে মনকে আনন্দি করিয়া রাখিলেন ॥ ৬ ॥ 攀 g বিচিত্র লীলাময় হরি-ল্যতিরেকে অপর লোকদিগের কখনও চিত্তের উৎসব বার্তা সকল ঘটিতে পারে না। কারণ, হরিরই ইচ্ছায় স্থাবর জঙ্গমাত্মক এই প্রকাণ্ড ব্রহ্মাণ্ডের নিয়ত নিয়মিত কাৰ্য্য প্রণালী সকল স্বশৃঙ্খলভাবে চলিতেছে ॥ ৭ ॥ 戟