পাতা:হরিভক্তিসুধোদয়ঃ.djvu/৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬8 হরিভক্তিস্নধোদয়ঃ । [ ৫ম অধ্যায়ঃ । যে যেষাং মুলিকাস্তেষাং তে স্থ্যঃ পিত্রাদিপোষকাঃ । পোষ্যাশ্চ পূৰ্ব্বদত্তীর্ণাস্তেষাং পুত্রাদিরূপিণঃ ॥ ৩০ ॥ নিধনং যন্ত তৎকালে কল্পিতং পূর্বকৰ্ম্মভিঃ । ভবেত্ত কালবৈধব্যযোগ্যায়াঃ স পতিব্ৰুবঃ ॥৩১ ॥ উপকাৰ্য্যোপকর্তৃত্বং স্নেহেহন্তোন্তঞ্চ সঙ্কথা । দ্বেষ্যদ্বেষ্ট ত্বদুৰ্জল্প অপি ন প্রাগকল্পিতাঃ ॥ ৩২ স্থখযোগ্যান পরে জীবন স্থখয়ন্ত তথেতরান । দুঃখয়স্তুত্র বামুত্র স্বয়ং সাক্ষী ত্বমেব নঃ ॥ ৩৩ ॥ যাহার। যাহাঁদের মূল বা কারণ,তাহারাই তাহীদের পিতা মাতা ইত্যাদি রূপে পোষণ কৰ্ত্ত হইবে। এবং যাহার। পুৰ্ব্বে ঋণদান করিয়াছিল এবং যাহার। পালনীয়, তাহরাই তাহাদের পুত্রাদিরূপে উৎপন্ন হইবে ॥ ৩০ ॥ পূৰ্ব্বজন্মার্জিত কৰ্ম্মফলামুসারে যাহার যে কালে নিধন নির্দিষ্ট হইয়াছে এবং যে কালে যে স্ত্রীর বৈধব্যযোগ নির্দিষ্ট হইয়াছে,সেই নারীর সেই মানবই নিশ্চিতপতি হইবে॥৩১ যাহার প্রতি উপকার করা ফাইবে এবং যে উপকার করিবে, পরস্পরের স্নেহ ও সম্ভাষণ, যাহার প্রতি দ্বেষ করা যাইবে এবং যে দ্বেষ করিবে এবং পরস্পরের বাদানুবাদ সকল পূর্ব জন্মের কৰ্ম্মানুসারেই কল্পিত হইবে ॥ ৩২ ৷ অপরে সুখযোগ্য জীবদিগকে ইহকালে এবং পরকালে স্বর্থী করুক এবং অন্যান্য লোকে দুঃখযোগ্য জীবদিগকে এই জগতে এবং পরজগতে দুঃখী করুক। তুমি স্বয়ংই আমাদের এই বিষয়ে সাক্ষী থাকিবে ॥৩৩