পাতা:হরিলক্ষ্মী.djvu/২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
হরিলক্ষ্মী

করিতেছিল, মেধা ও তীক্ষ্ণবুদ্ধিতে এই মেজবৌয়ের কাছে সে দাঁড়াইতেই পারে না। আজ তাহার শিক্ষার কাজ অগ্রসর হইল না এবং যথাসময়ের অনেক পূর্ব্বেই সূচ-সূতা-প্যাটার্ণ গুটাইয়া লইয়া বাড়ি চলিয়া গেল। পরদিন আসিল না এবং এই প্রথম প্রত্যহ আসায় তাহার ব্যাঘাত হইল।

 দিন-চারেক পরে আবার এক দিন হরিলক্ষ্মী তাহার সূচ-সূতার বাক্স হাতে করিয়া এ বাটীতে আসিয়া উপস্থিত হইল। মেজবৌ তাহার ছেলেকে রামায়ণ হইতে ছবি দেখাইয়া দেখাইয়া গল্প বলিতেছিল, সসম্ভ্রমে উঠিয়া আসন পাতিয়া দিল। উদ্বিগ্ন-কণ্ঠে প্রশ্ন করিল, দু-তিন দিন আসেন নি, আপনার শরীর ভাল ছিল না বুঝি?

 লক্ষ্মী গম্ভীর হইয়া কহিল, না, এম্‌নি পাঁচ-ছ’ দিন আস্‌তে পারি নি।

 মেজবৌ বিস্ময় প্রকাশ করিয়া বলিল, পাঁচ-ছ’ দিন আসেন নি? তাই হবে বোধ হয়। কিন্তু আজ তা হ’লে দুঘণ্টা বেশি থেকে কামাইটা পুষিয়ে নেওয়া চাই।

 লক্ষ্মী বলিল, হুঁ। কিন্তু অসুখই যদি আমার ক’রে

২২