পাতা:হাফেজ.djvu/১৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ১১৭ ] আমি যদিচ সখার দৃষ্টিতে ধূলীতুল্য হইয়াছি, আমার প্রতিযোগী ঈদৃশ সম্মানিত থাকিবে না। যখন প্রহরী করবালযোগে - সকলকে আঘাত করিতেছে তখন কাবা মন্দিরের প্রাচীরের অভ্যন্তরে কেহ নিবাসী হইয়t থাকিবে না । e হে ধনিন, দান বিতরণে তুমি দীনের মন হস্তগত কর, যেহেতু ধনভাণ্ডার থাকিবে না । দীপ, তুমি পতঙ্গসন্মিলনকে মহালাভ বলিয়া গণ্য করি ৪, যেহেতু এই ব্যাপার উষাকাল পর্য্যন্ত থাকিবে না। অধ্যাত্ম জগতের সংবাদদাতা আমাকে অতি সুসংবাদ দান করিয়াছেন যে, তাহার দয়ার দ্বারে কেহ বিষণ্ণ থাকিবে না । এই গগনরূপ নীলবর্ণ ছাদে স্বর্ণক্ষরে লিখিত হইয়াছে যে, সাধুর সাধুতা ভিন্ন অন্ত কিছুই থাকিবে না । কথিত আছে যে, সম্রাট জমশেদের সভাতে এই সঙ্গীত হইয়াছিল, “মুরাপাত্র অন্বেষণ কর যে জমশেদ থাকিবে না।” ভাল মন্দ ছবির স্তুতি নিন্দার কি স্থল, যেহেতু কেহ সৰ্ব্বদ বিষাদবন্ধনে আবদ্ধ থাকিবে না । হাফেজ, সখার কৃপায় ভরসা স্থাপন করি ও না, যেহেতু কৃপার ভাব ও অত্যাচারের চিত্ত্ব থাকিবে না । ১১৪ ৷ —?)s (;— -চন্দ্ৰম তোমার মুখজ্যোতি ধারণ করে না, তোমার নিকটে প্রফুল্ল কুসুম তৃণের শোভা ও ধারণ করে না। তুমি প্রেমিকদিগের মন রক্ষা করিও, রাজা সৈন্ত না র:খিলে দেশ জয় করে না ।