পাতা:হাফেজ.djvu/৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ as j এই বাণী শ্রবণ করিয়াছি, তদবধি আমার নিকটে ইহা নিশ্চিত হইয়াছে যে, আমি তাহার হই এবং তিনি আমার হন । আধ্যাত্মিক গুঢ় তত্ত্ব সকল অস্তুর অবগত নহে, আমার সমুন্নত প্রাণ এই অর্থবান তত্বের মৰ্ম্মজ্ঞ। হে বক্তা, ধৰ্ম্মের ব্যাখ্যা কত করিবে চুপ কর, ইহপরলোকে আমার সখার সহবাসই আমার ধর্ম। হাফেজ, অন্তিম দিবস পর্য্যস্ত এই সম্পদের কৃতজ্ঞত দান কর যে, সেই সখা আমার ঔষধ রাখেন । ৫৬ ৷ ー:(-):ー আজ চিন্তুহারিমণ্ডলীর রাজা এক জন, যদিচ চিত্তহারী সহস্ৰ আছেন, কিন্তু ( প্রকৃত ) চিন্তহারী এক জন । o আমি সেই একের জন্য মন ও ধৰ্ম্ম হারাইয়াছি আমাকে দোষী করি ও না, যেহেতু ইহুপরলোকে সেই একই আমার লক্ষ্য । অহঙ্কার রাজ্যের নিৰ্ব্বোধ লোকদিগকে কল, যে অন্ত সৰ্ব্বস্ব বিনাশ কর, যেহেতু এক জনেই লাভ ও ক্ষতি। এক দল লোক র্তাহার প্রতি আসক্তির গৰ্ব্বে রসনা প্রসারণ করিয়াছে,যাহার রসুনার সঙ্গে হৃদয় ঐক্য আছে আমি তাহার দাস । হাফেজ সম্পদের দ্বারে মস্তক স্থাপন করিয়াছে, সে সত্যের সঙ্গে এক হইয়াছে, সম্পদ তাঁহার মস্তকে আছে । ঈশ্বরের অনুগ্রহ যে শুণ্ডিকালয়ের দ্বার উন্মুক্ত আছে, তজ্জন্ত তাহার দ্বার আমার বাঞ্ছনীয় । o সমুদায় সুরাকুন্তু মত্ততাতে ধ্বনি ও আস্ফালন করিতেছে, সে স্থানে যে স্বরা তাহ আধ্যাত্মিক, বাহিক নহে * । • সুরাকুম্ভ প্রেমমুৱা প্রত্যাশী সাধক, সেই স্থান গুরুগৃহT