পাতা:হাফেজ.djvu/৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ wరి 1 এই রাগিণীতত্ত্বঞ্জ পথিক কি গানই করিল ! গজলের মধ্যে বন্ধুর কথা বলিল । তুমিও সুর হস্তে গ্রহণ কর, এবং প্রাস্তরের পথ আশ্রয় কর । যেহেতু মুগাথক বিহঙ্গ সুস্বর যন্ত্র আনয়ন করিয়াছে। অগ্নিপূজক গুঞ্চর আমি শিষ্য, হে সুপণ্ডুিত আমার প্রতি তুমি অসন্তুষ্ট হই ও না, যেহেতু তুমি অঙ্গীকার করিয়াছিলে, এবং তিনি তাহা পালন করিলেন । সেনাদল ভুক্ত সেই সখার ক্ষুদ্র দৃষ্টি দেখিয়া আমি আমোদ করিতেছি। মাদৃশ এক বস্ত্রধারী দরিদ্রকে তিনি আক্রমণ করিলেন । কাল অমুরাগের সহিত এক্ষণ হাফেজের দাসত্ব করিবে, যেহেতু সে তোমার সম্পদের দ্বারে আশ্রয় গ্রহণ করিল । ৮৪ ৷ —(*)— মন, প্রেমের পথ বিপদ ও সঙ্কটাকীর্ণ, যে ব্যক্তি এই পথে দ্রুত গমন করে তাহার পতন হয় । সথার দ্বারের ভিক্ষুকত রাজত্বের সঙ্গে বিনিময় করি ও না, কে এই দ্বারের ছায়া ছাড়িয়া স্থৰ্য্যালোকে যায় ? জলবুদ্ধদের মস্তকে যখন অহঙ্কারবায়ু প্রবেশ করে তখন তাহার মুকুট ধারণ মরীচিকাস্বরূপ নিস্ফল হয় । • তুমি আমাকে অঙ্গীকারভঙ্গকারী বলিয়াছ, ভয় পাইতেছি যে, পুনরুত্থানের দিনে তোমার সম্বন্ধে এই কথা হইবে । এক পোষা পক্ষী ছিল, উহা তাহার দৌত্যকাৰ্য্য করিত। হোদহোদই সবারাজ্যেশ্বরী তাহার পরম গুণবতী ও রূপবতী পত্নীর সংবাদ আনয়ন করিয়াছিল।