Ꮌbr' আদিপুস্তক } [৬ অধ্যায় । 8 જે > 2 প্রত্যেক জন বিবাহ করিতে লাগিল। অতএব পরমেশ্বর কছিলেন, আমার আত্ম মনুষ্যের সহবাসে সৰ্ব্বদা থাকি বেন না, * কেনন তাহারা পাপেতে মাংসপিণ্ড মাত্র; তfহাদের জীবৎকাল কেবল এক শত বিশ বৎসর হইবে। ঐ সময়ে পৃথিবীতে, মহাবীর ছিল, এবং ঈশ্বরীয় লোকদের ঔরসে ঐহিক লোকদের কন্যাগণের গর্ভজাত অনেকহ সন্তান ছিল; তাহার। পূৰ্ব্বকালে পরাক্রমী ও প্রসিদ্ধ বীর ছিল। ৩৪ - অপর ঈশ্বর পৃথিবীতে মনুষ্যদের নানা অত্যাচার ও সৰ্ব্বদ। অন্তঃকরণের কম্পন f কেবল দুষ্ট, ইহা দেখিলেন; এবং পরমেশ্বর পৃথিবীতে আপনার মনুষ্য সৃষ্টি করণ নিমিত্তে শোক ও মনেতে অনুতাপ করিয়া কহিলেন, আমি মনুষ্য ও উরোগামি ও পদগামি खढ ! ও খেচর পক্ষি প্রভৃতি যে সকল পৃথিবীতে সৃষ্টি করিয়ছি, সে সকলকেই নষ্ট করিব ; কেননা ইহাদের সৃষ্টি করণ প্রযুক্ত আমার অনুতাপ হইতেছে। কিন্তু নোহ পরমেশ্বরের অনুগ্রহের পাত্র হইল । ৩৫ নোঙ্গের বংশাবলির বিবরণ । ঐ নোহ আপন বংশে সাধু ও ধাৰ্ম্মিক হইয় ঈশ্বরের সহগামী ছিল। এবং শম্ ও হাম ও যেক্ষৎ নামে তাহার তিন পুত্র ছিল ।
- (ব) মনুষ্যকে নিষেধ করিবেন না।
t (ৰ) প্রতিদিন কল্পনার প্রত্যেক উৎপত্তি । (বা মনুষ্য অবধি, ... জন্তু পৰ্য্যন্ত ।