হোমশিখা ।
@്NasirkhanBot (আলাপ) ০৭:২৬, ১৫ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)പ്പു)
সাগরের বায়ু বাধা পেয়ে পেয়ে সাগরে গিয়েছে ফিরে, মানবের মন এমনি করিয়া মরিয়া যেতেছে ধীরে।
তরবারি শুধু ফিরিছে নাচিয়া বিপুল হেলার ভরে, বাধন কাটিতে জন্ম যাহার সেই সে বন্দী করে!
বলবান যেই-ধৰ্ম্ম যাহার ক্ষত ও ক্ষতির ত্রাণ, সেই সে ঘটায় জগতের ক্ষতি, সেই করে ক্ষত দান ! ·
অমল যশের লালসায় হায় জয়ের মশাল জালি', ' নিরীহ জনের রক্তে কেবল লভে কীৰ্ত্তির কালি।
বন্ধ্যা সোণায় এরা বড় জানে,-জননী মাটির চেয়ে, সফলতা যা’র অণুতে রেণুতে চিরদিন আছে ছেয়ে ;
তবু এরা জ্ঞানী, তবু এর মানী, এর ভূস্বামী তবু, ভূমির ভক্ত সেবক যাহারা-এর তাহাদেরি প্রভু!
যা’র প্রাণপাতে কঠিন মাটিতে ফলায় ফসল ফল, তারা আছে শুধু খাটিয়া বহিরা ফেলিবারে শ্ৰমজল ;
তারা আছে শুধু কথায় কথায় হইতে যোত্রহীন, ‘দেড় "নো দিয়ে বর্ষে বর্ষে কেবল বহিতে ঋণ;
- , f as
পাতা:হোমশিখা.djvu/১৬১
পরিভ্রমণে ঝাঁপ দিন
অনুসন্ধানে ঝাঁপ দিন
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
