পাতা:হোমশিখা.djvu/৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

©- NS) যারা শুধু ঘুমাইত—সুখদ শয়নে এবে দেখি জ্ঞানের কিরণ,— - ফুৎকারে নিবাতে চায়,—ক্রোধে আত্মহারা,— ভাঙ্গে তা’র কল্পনা—স্বপন । তার পর ধীরে ধীরে, ঘুম-জাল গেল চিরে, বুঝিল সে ভ্রম আপনার ; হইল সত্যের জয়—জয় মমতার। সে আলোকে শ্বেতাম্বর হাসিল বিজ্ঞান, বিশ্ব অখি মেলিল আবার ; নিৰ্ম্মল জ্ঞানের আলো—সত্যের কিরণ তীব্র তবু আনন্দ-আধার। শুভ্ৰ তুষারেরপর প’ড়েছে রবির কর— প্রতিবিম্বে উদ্ভাসিত १द्र' ; তাই আজি বিজ্ঞান বিশ্বের আঁখি-তারা। বিজ্ঞান ! বিজ্ঞান ! আজি তোমার মহিম— কলগীতি তুলেছে জগতে, সে পরশে লভি যেন নবীন জীবন, মানব ছুটেছে এক পথে। S(t