পাতা:হোমশিখা.djvu/৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হোমশিখা ৷ இ. G করে করি কর-রোধ, আবেগ সহস্র গুণ, বালিকার কিবা বোধ ? তবু নারী স্বভাৰে নিপুণ ! তোলাপাড়া এই সারারাত, বারেক না মুদে আঁখিপাত । শাখে শাখে পাকে বীজকোষ, লঘু তুলা বাতাসে উড়ায়, স্মৃতি ল’য়ে যাহার সন্তোষ ভোলা কথা যত্নে সে কুড়ায় , সেই নিশি পূর্ণিমার, সেই সোম কাস্তিমান ;– লুতাজাল ভাবনার ছেয়ে ফেলে প্রশান্ত নয়ান। বিবি ডাকে-লাগে ঘুমঘোর, হায় নিশি স্বপন-বিভোর । স্বপনে স্বপনে কাটে রাত - জীবনের অাধেক স্বপন, দিনরাত, ঘাত প্রতিঘাত, আলো ছায়া-বেকত গোপন্ন ; 8 R.