পাতা:হোমশিখা.djvu/৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ዓፄ হোমশিখা। جنفِ مہمہ مصمیم سے۔ مg) ভস্ম হ’বে বহু প্রাণী হায়, তবু স্থির জানি— সে ভষ্মে উৰ্ব্বর হবে ধরা ; ঘুচিবে জঙ্গল, হ’বে শম্ভ-স্যাম ত্বর ! নববীজে আরম্ভিব বপন রোপণ, নববীজ—সত্য অভিনব ! মানবের মহাসঙ্ঘ জাগি সেই দিন ভ্রাতৃভাবে মিলিবে রে সব ! জাতি বর্ণ নির্বিবশেষে সবাই মিলিবে এসে ; বিরোধী পৃথক ইতিহাস— হ’বে মাত্র পুরাতত্ত্ব—হ’বে পরিহাস । সেই মহা-মিলনের দিনে সমীরণ ! হয়ে তুমি প্রসন্ন বাতাস ; সে দিন আমার গান তোমা’ সনে মিলি’ আকাশে তুলিবে কলহাস । মোরে চিনিবে না তারা, আমি কিন্তু আত্মহারা— মিশে যাব তাদের উল্লাসে ! স্তন্ধ রাবে আজি যারা ব্যস্ত উপহাসে।