পাতা:Denslow's Humpty Dumpty.djvu/৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হাম্পটি-ডাম্পটি ছিল এক মসৃণ গোলগাল ছোট্ট ছেলে। তার মুখে বিজয়ীর হাসি লেগেই থাকত আর তার চওড়া বুকে ছিল খাঁটি সোনার মত একটি বড় হৃদয়।

 কখনো যদি সে পড়ে গিয়ে তার পাতলা সাদা চামড়াটিতে ফাটল ধরে, শুধু এই একটি জিনিষ হাম্পটিকে চিন্তায় ফেলে দিত। যখন সে হাঁটত বা দৌড় লাগাত, তখন তার মনে হত তার হৃৎপিণ্ডটি যেন দুলে দুলে উঠছে, তাই তার পুরো শরীরটা যাতে আরো কঠিন হয়ে ওঠে, এটাই সে মনে মনে চাইত। তাই সে কালো মুরগীর কাছে গেল উপদেশ নিতে।

 কালো মুরগী ছিল দয়ালু আর বিজ্ঞ। তাই যখনই হাম্পটি সমস্যায় পড়ত, তখন সেই ছিল তার একমাত্র ভরসার জায়গা।

 “তোমার বাবা, বুড়ো হাম্পটি”, মুরগী বল্লে,