পাতা:Dialogues, Intended to Facilitate the Acquiring of the Bengali Language.djvu/১০৩

উইকিসংকলন থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

(90)

 মহাশয় আমারদের এ পরগণায় আবাদের বড়ই খলল হইয়াছে।

 কেন। আর২ গ্রামে দেখিলাম খুব পত্তন হইয়াছে।


 বটে মহাশয়। জোয়ারে বিল ও চর সমস্ত জল ভর জমিন খুব পত্তন হইয়াছে। এ পরগণায় তার বিষয় নাই কেবল ডাঙ্গা ভূঁই যে বিল তা কালে জোয়াইল না এবং বৃষ্টি হইল না। কি করা যায়।



 তবে বৃষ্টির কমিতে আবাদের খলল পড়িয়াছে।

 তাহাই বটে মহাশয়। যদি কালে জল পাইতাম তবে কি আমরা সেও আবাদ করিতে ছাড়ি আমারদের নসিব বুরা। কি করিব।


 কালে কিছুই জল এ দেশে কি হয় নাই।

 থোড়া না হইয়াছিল এমত নয় যা হইয়াছিল সে সমস্ত নিকামা।


 তবে তোরা এখন মালগুজারির কি ঠাওরাইয়াছিস।

 কি ঠাওরাইব। রাজকর দিতেই হবে ঠাওরাইয়াছি খাটা খাটনি খাটিয়া কোন প্রকারে দিব।

 এত খাটাখাটনি পাবি যে তাহাতে এত মালগুজারির ঠেকানা হবে।


 দেখি চারি পাঁচটা ভাই আছি কেহবা লোনা খাটিব কেহবা আর কায করিব।


 তোরদের বাটীর বাঁশ সকল বেচিয়াছিস কেন বুঝি তোরা পলাইবি।


 না না। তা না। সে দিন দুই টাকার বাঁশ বেচিয়া খড় কিনিয়াছি।


 ভাল তুই করার লিখিয়া দে। কয় রোজ ব্যাজে টাকা দিবি।