পাতা:Dialogues, Intended to Facilitate the Acquiring of the Bengali Language.djvu/২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
(12)

  বিছানা তৈয়ার করহ।

 বেহারা কেবল পাখা করুক।

 আমি এখন শুই যাইয়া।

 মসারিটা চিরিয়াচে।

 কল্য আর একটা কিনিতে সরকারকে হুকুম দেহ।

 যে আজ্ঞা সাহেব শয়ন করুন যাইয়া।


তৎকথা।

 খানসামা আমি এ দেশের কথা কিছুই বুঝিতে পারি না ইহার কি হবে।


 সাহেব সত্য না পড়িলে এ দেশীয় ভাষা কিপ্রকারে বুঝিবেন।


 কি মতে পড়িব এবং পড়াবে বা কেডা।

 সাহেব এক জন মাকুল মুনসিচাকর রাখিতে হবে।

 মুনসিচাকর কোথায় পাওয়া যাবে।

 সাহেব মুনসি এইখানে মিলে আপনি হুকুম করিলে আমি এক জন যোগ্য লোক আনিয়া দিতে পারি।

 আচ্ছা এক জন বিজ্ঞ লোক আমার মুনসিগিরির কারণ আনহ।  এমন লোক আনিবা যে দুই তিন ভাষা জানে।

 যে আজ্ঞা সাহেব উপযুক্ত মুনসি আনিব।



সাহেব ও মুনসি।

 মুনসি আসিয়া সাহেবের হজুর নজর দিয়া দেখা করিলে সাহেব তাহাকে জিজ্ঞাসা করিলেন।

 তুমি কে ও এ টাকা কেন।