বিষয়বস্তুতে চলুন

পাতা:Dialogues, Intended to Facilitate the Acquiring of the Bengali Language.djvu/৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

(22)

যাত্রা।

 কোথাহইতে আইলা।

 কোথায় যাইতেছ।

 আমি রাজমহলহইতে আইলাম।

 এক মাসে কলিকাতায় উত্তরিব।

 রাজমহল কত দিন ছাড়িয়াছ।

 কল্য রাজমহল ছাড়িলাম কিন্তু সম্মুখ বাতাসপ্রযুক্ত নৌকা চলে না।


 এ পদ্মা নদীর বড় ঢেউ তাহাতে আগাইতে পারি না।

 এত বায়ু না হইলে মোহনগঞ্জে পহুঁছিতাম।


 পাল্কীতে গেলে বড় ভাল হইত।

 এ দেশ বড় মন্দ যদি গাড়ির পথ হইত তবে বড় সুখে যাইতে পারিতাম।


 এত দূর গাড়িতে কখন যাইতে পার না এত নদী নালা পার হইবার আছে ও রাত্রে থাকিবার জায়গা নাই।


 নদীর মোহনায় কত জল।

 অনেক জল আছে। এখন উজানের জল বহুৎ আসিতেছে।


 তোমার কত দাঁড়ি।

 আমি দিবারাত্রি যাওনের কারণ অধিক দাঁড়ি সঙ্গে লইলাম।


 আমার ঘরে আসিয়া দুই তিন দিন থাক।

 তোমার সহিত যাইতে চাহি কিন্তু এখন যাওয়া উচিত নয়।

 বড় গৌণ হইবে না আইস।

 প্রস্থান কর আমি আসিতেছি।

 ভাল। আমরা সঙ্গে২ যাই।