বিষয়বস্তুতে চলুন

পাতা:Dialogues, Intended to Facilitate the Acquiring of the Bengali Language.djvu/৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

(60)

 কোন২ স্থানের ব্রাহ্মণ পণ্ডিতের নিমন্ত্রণ করিয়াছে তাহা বল দিকি।  শুনি।


 নবদ্বীপ পাটলি ত্রিবেণী কুমারহট্ট ভাটপাড়া আর২ অনেক থানে নিমন্ত্রণ পত্র দিয়েছে আর শুনিতে পাই সামাজিক ব্রাহ্মণেরদিগকে বিদায় করিবে।


 তবে যাওন কর্ত্তব্য হইল। চলতো যাই। শেষ ঈশ্বর যেমন করেন তাই হবে।


 বুঝি ঈশ্বর ভালই করিতে পারেন।


কার্য্য চেষ্টার কথা।

 তুমি কলিকাতায় যাবা।

 যাব। আমার কিছু দিন দেরি আছে।

 এখানে কিছু কার্য্য আছে সে কার্য্য হইলে পর দুই তিন রোজপরে যাইব।


 আচ্ছা। আমিও যাব আমার কিছুদিন গৌণ আছে।

 দুই জনে একত্র হইয়া যাব যখন যাও তখন আমাকে অবশ্য২ কহিবা।

 ভাল। তোমাকে আমার যাওন পূর্ব্বে কহিব একত্র দুই জনে যাইব। নায়ে যাবা না খুষকি যাবা।

 আমার নায়ে যাবার সঙ্গতি নাই। কি রূপে যাব।

 আচ্ছা ভাল হেটেই যাব।

 তোমার কলিকাতায় কি কায আছে।

 আমার কলিকতায় এই কায ওম্মেদ্বারি।

 ভাল তুযি কোথায় ওম্মেদ্বারি করিবা।

 আমি বড় বাজারে গৌরহরি পালের নিকটে অনেক দিন ওম্মেদার আছি সে লোকের কা এবার তেলেঙ্গার জাহাজের আড়তদার হইয়াছে। সেখানে গেলে বুঝি এক আধ কায হইতে পারে।