কেমন যায়২ ভাব আছে কি কালের মত।
আহা ঠাকুরাণী আমার যে জ্বালা আমি সকলের বড় আমাকে তাহারা অমুক বুঝিও করে না।
আলো সকলেই কি একে।
না। তাহার মধ্যে ছোট ছুঁড়ী ভাল মানুষের মাইয়া সেইতি আমাকে উপরোধবাদ করে।
তবে তাহারি সাতে তোমার প্রীতি আছে।
প্রীতি আছে বটে। কিন্তু সকলে অসৎ তাহাতে সেও সেই মত হয় বা।
সে এখন ছোট আছে তুই একটুকু আস্থা মমতা করিস তবে সে তোরি কানোড়া হইবে।
আমার কানোড়া হবে সে এমন কানোড়া হবার যোগ্য নয় বাঁশহইতে কঞ্চি দড়।
তবে যে বলিলি সে কিছু ভাল।
ভাল সে কেমন ভাল আমাকে বড় একটা তুচ্ছমুচ্ছ করে না।
তবু ভাল কেমন তোর ছাল্যা পিল্যাডার সেবা সুশ্রূষা করে।
হাঁ তা বটে। আমার ছাল্যা পিল্যা প্রায় তাহারি কাছে থাকে সে তাহারদিগকে খাওায় ধোয়ায়।
আর২ মাগীরা দিন রাতি কচ২ বক২ করিতেছেই তাহার কামাই নাই। রাবণের চিলুর মত জ্বলিতেছেই। সদা মাথা মুড়া খাওয়া আছেই।
তবে কাহারু সাতে কাহার প্রীতি নাই।
প্রায় না প্রীতি কি ভাল মুখে আলাপও নাই কেবল মাথা মুড়া খাওয়া কাটা ঘাঁটা মাত্র।
ও লো তোর ভাতার কারে কেমন ভাল বাসে তাহা বল শুনি।