বিষয়বস্তুতে চলুন
এই মাসের মুদ্রণ সংশোধনের কাজটি হল রাজেন্দ্রলাল আচার্য রচিত বেলুনে পাঁচ সপ্তাহ (১৯২৫)।

সাম্প্রতিক সহযোগিতা: কমলাকান্তের পত্র, সীতারাম, ছিন্নপত্র, উনিশে মে: ভাষার সংকট, বাগেশ্বরী শিল্প-প্রবন্ধাবলী, গ্রাম্য উপাখ্যান, বাজী রাও, রাজমোহনের স্ত্রী, ভারতে অলিকসন্দর, মেঘনাদবধ কাব্য

পাতা:Introduction to the Bengálí Language - Volume 2.djvu/৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

72 BATRISH SINGHASAN. যোগী ভাঙ্গ বটে। লোক রাজার নিকটে আসিতে প্রার্থনা করে, আমি ভাকিয়া পাঠাইলাম, তথাপি আইলেন না, অতএব বুঝিলাম এ যোগী নিতান্ত নিস্পৃহ হটেন। রাজা এই বিচার করিয়া আপনি ষোগির নিকটে আইলেন, যোগী রাজার রাজচিহ্ন ও মহাপুরুষ লক্ষণ দেখিয়া অভ্যন্ত সম্ভষ্ট হইয়। রাজাকে দিব্য এক ফল দিলেন, এবং সে ফলের প্রভাব কছিলেন, যে এ ফল খায় সে অজয় অমর নিয়োগ হইয়া থাকে। রাজা সে ফল পাইয়া আপন বাটীতে আসিতেছেন, ইতিমধ্যে পথে এক ব্যক্তিকে অত্যন্ত রোগান্ত দেখিয় তাহার প্রতি দয়। করিয়া সে ফল দিলেন। XI.—Liberality to Subjects. দশমী পুত্তলিকার কথা। তৎপর অন্য এক মুহুর্বে অভিষেক কারণ ভোজরাজ সিংহাসন সমীপে আসিলেন। দশমী পুত্তলিকা ভোজরাজকে দেখিয়া উপহাস করিয়া কহিলেন, হে ভোজরাজ, তুমি এ সিংহাসনে বসিবার উপযুক্ত নহ। বিক্রমাদিত্যের সদৃশ যে রাজা সে এ সিংহাসনে বসিতে পারে। BBBBB BBBBS BB BBBBDD DBB BBBDD DDDBBBBB শুনিয়া কছিলেন, হে ভোজরাজ, স্তন, ইৰিক্রমাদিত্য যে রূপ গুণবান ছিলেন, তাহ কছি। এক দিন প্রবিক্রমাদিত্য ভূমণ্ডল অবলোকন কারণ যোগপাদুকা আরোহণ করিয়া চলিলেন; নানা দেশ ডুমণ করিতে ২ এক স্থানে পর্ব্বতে অতি বড় গম্বরের মধ্যে এক অপূর্ব্ব মনোহর বৃক্ষ দেখিয়া সে বৃক্ষের ভলে গিয়া বসিলেন; ভারপর সে বৃক্ষের উপরে চিরজীবী নামে এক পক্ষী থাকেন, সেই পজির পরিবারগণ নানা দেশে আছিায় প্রচারণ করিয়া সভ্য সময়ে ঐ বৃক্ষের উপরে আসিয়া পঙ্কিয়া পরসপর কথোপকথন করিতে লাগিলেন। ই হ্যবসরে এক পক্ষী কছিলেন, আজি আমার অষ্টি বড় দুঃখ হইয়াছে। পক্ষি সকল ঐ পক্ষিকে জিজ্ঞাসা করিতেছেন, তোমার কি দুঃখ ৷ পক্ষী কছিলেন, তোমরা আমার অন্তঃকরণের দুঃখের বৃত্তান্ত মনোযোগ করিয়া শুন। সমুদ্রের মধ্যে এক দ্বীপ আছে, সেই দ্বীপের রাজা এক রাক্ষস, প্রজা মনুষ্য লোকেরা। এক দিবস ঐ রাক্ষস সকল মনুষ্য থাইতে উদ্যত ছইল, এই ভয় প্রযুক্ত সকল প্রজাতে পরামর্শ করিয়া কছিলেন, হে রাক্ষস, তুমি আমাদের রাজা, আমরা তোমার প্রজা। প্রজা পালন রাজধর্ম। তুমি রাজা হইয়া প্রজাদিগকে ভক্ষণ করিতে উদ্যত হও এমত উপযুক্ত নছে। অমিয়। তোমার আহার কারণ প্রতি দিন এক ാ-ാഠി: