বিষয়বস্তুতে চলুন

পাতা:The Constitution of India (Original Calligraphed and Illuminated Version).djvu/১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

রূপ ও রীতিতে এই সংবিধানের সূচনাপূর্বে দরখাস্ত করার ফলস্বরূপ ঐ সরকার-নিযুক্ত সংশ্লিষ্ট বিষয়ক কোন আধিকারিক কর্তৃক ভারতের নাগরিকরূপে নথীভুক্ত হইয়া থাকেন:

অবশ্য যদি দরখাস্তের অব্যবহিত পূর্বে তিনি অন্ততঃ ছয় মাস ভারতের এলাকায় বাস করিয়া থাকেন৷

৭. ধারা ৫ ও ৬-এ যাহাই থাকুক না কেন, কোন ব্যক্তি মার্চ, ১৯৪৭-এর প্রথম দিবসের পরে ভারতের এলাকা হইতে অধুনা পাকিস্তানভুক্ত এলাকায় অভিবাসন করিয়া থাকিলে ভারতের নাগরিকরূপে গণ্য হইবেন না:

যদিনা তিনি অধুনা পাকিস্তানভুক্ত এলাকায় অভিবাসন করার পর বিধি-অনুসারে প্রদত্ত পুনর্বাসন বা স্থায়ী প্রত্যাবর্তনের অনুমোদন-ক্রমে ভারতের এলাকায় প্রত্যাগমন করিয়া থাকেন; এরূপ সকল ব্যক্তি ধারা ৬-এর খ উপধারা অনুসারে জুলাই, ১৯৪৮-এর ঊনবিংশ দিবসের পরে ভারতের এলাকায় অভিবাসন করিয়াছেন বলিয়া গণ্য করা হইবে৷

৮. ধারা ৫-এ যাহাই থাকুক না কেন, ভারতশাসন আইন, ১৯৩৫ (শুরুতে যেমনটি ছিল)-এর সংজ্ঞানুযায়ী যদি কোন ব্যক্তি বা তাঁহার মাতা বা পিতা বা তাঁহাদের মাতাপিতার যে কেহ ভারতে জন্মিয়া থাকেন এবং তিনি সংজ্ঞানুযায়ী সাধারণভাবে বিদেশে বসবাস করিয়া থাকেন, তবে, এই সংবিধানের সূচনার পূর্বে বা পরে, ভারতীয় অধিরাজ্য বা ভারত রাষ্ট্রের সরকার-নির্দেশিত রূপ ও রীতিতে দরখাস্তপূর্বক বসবাসের দেশে ভারতের কূটনৈতিক বা কনসুলার প্রতিনিধি কর্তৃক ভারতের নাগরিকরূপে নথীবদ্ধ হইয়া থাকিলে ভারতের নাগরিকরূপে গণ্য হইবেন৷

৯. স্বেচ্ছায় কোন বৈদেশিক রাষ্ট্রের নাগরিকতা গ্রহণ করিয়া থাকিলে কোন ব্যক্তিই ধারা ৫-ক্রমে ভারতের নাগরিক হইবেন না বা ধারা ৬ ও ৮-ক্রমে ভারতের নাগরিক বলিয়া গণ্য হইবেন না৷

পাকিস্তানে অভিবাসনকারীদের নাগরিকতার অধিকার৷

বিদেশে বসবাসকারী ভারতীয় মূলোদ্ভূতদের নাগরিকতার অধিকার৷

স্বেচ্ছায় বৈদেশিক নাগরিকতা গ্রহণকারীদের জন্য নাগরিকতা নয়৷