পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/১০১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b-bーや বঙ্গ-সাহিত্য-পরিচয়। পৃথিবীতে কেহ তারে না দিল শরণ। তাহাকে রেখেছে ভীম কুন প্রয়োজন॥ অতএব বুঝিলাম চরিত্র তাহারে। মোর সঙ্গে চাহেন বিবাদ করিবারে॥ যুধিষ্ঠির রাজাকে কহিল দ্রুত (১) বাণী। দণ্ডীকে পাঠাএ দেহ সহ তুরঙ্গিণী॥ তবে তার সঙ্গে গ্রীত করিবে আমার। নতুবা পাণ্ডবকুল সবংশে সংহার। আমার বিক্রম কি না জানে নরপতি। কুন মতে বলে যুঝিবেক আমার সংহতি॥ এই কথা কহিয়া প্রত্যুম্নে পাঠাইল। তুরিত চলিয়া তবে হস্তিনাতে গেল। যুধিষ্ঠির-চরণে গিয়া দণ্ডবত্ কৈল। হাতে ধরি যুধিষ্ঠির আসনে বসাইল। যুধিষ্ঠির নৃপতি পুছিল সমাচার। কিবা হেতু আগমন হয়েছে তোমার। কহ কামদেব আগে কৃষ্ণের কুশল। তাহার প্রসাদে মোর সর্ব্বত্র মঙ্গল॥ বলভদ্র আদি কহ সভার বৃত্তান্ত। আর সকলের কথা কহ আদ্যোপান্ত॥ এমত রাজার কথা শুনি বারে বার। কহিতে লাগিল তবে কৃষ্ণের কুমার। শুন রাজা কৃষ্ণ আছেন সর্ব্বত্র কুশল। দ্বারকাতে আছে রাজা অতি সুমঙ্গল॥ দ্বারকাতে আছেন আনন্দ যে সকল। কিন্তু এক কার্য্য বড় দেখি অমঙ্গল॥ কৃষ্ণের সহিত কেন বাড়ায় জঞ্জাল। “ এই হেতু মোরে কৃষ্ণ পাঠাইয়া দিল। সে সকল কথা কহি শুন মন দিয়া। আছোপান্ত কহি আমি শুন বিবরিয়া। (১) জরুরী।