পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/১০২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সুদামার দারিদ্র্য। মথুরাগমনের পরামর্শ। বাদ-প্রতিবাদ। বঙ্গ-সাহিত্য-পরিচয়। লোভ মোহ নাহি তার নাহি অভিমান। ংসারে দরিদ্র নাহি তাহার সমান॥ অতি বড় পতিব্রতা তাহার রমণী। স্বামী-পরায়ণে সেত বড়ই মুখিনী ৷ স্ত্রীপুরুষে দুই জনে বড় দুঃখ পায়। অনায়াসে যেবা যুড়ে (১) তাহ মাত্র থায়॥ জীর্ণবস্ত্র পরিধান তৃণশূন্য ঘর। অস্থিচর্ম্ম-সার মাত্র দেখি কলেবর॥ অন্নাভাবে দুই জনার অঙ্গ হৈল দড়ি। তৈলাভাবে দুহার গায়ে উড়ে খড়ি॥ এই রূপে দুই জনে করে গৃহবাস। অনলে বসিয়া যেন ছড়িয়ে নিশ্বাস॥ একদিন বিপ্রপত্নী স্বামীর সাক্ষাতে। ক্ষুধাএ অজ্ঞান হৈয়া দাণ্ডাইল যোড়হাতে॥ শুন শুন প্রাণনাথ সকরুণ বাণী। ত্রিভুবনে মোর সম নাহিক দুঃখিনী ৷ অন্ন অভাবে শরীর রক্ষা নাহি পায়। উদর পুরিয়া অন্ন থাইতে ইচ্ছা যায়। উদরের অন্ন হইল রজত কাঞ্চন। যদি কথা রাখ মোর করি নিবেদন॥ কৃষ্ণ হেন সথা তোমার দ্বারকা-নগরে ৷ লক্ষ্মী যার পদ সেবা অবিরত করে॥ হেন সখা বিদ্যমানে এত দুঃখ পাই। সব দুঃখ দূর হব যাহ তার ঠাঞি॥ তোমারে দেখিয়া ধন দিবেন প্রচুর। ব্রাহ্মণীর এত বোল শুনিএঃ ব্রাহ্মণ। হাসিয়া বলিল বিপ্র শুনহ বচন॥ গুরুকুলে কৃষ্ণ সঙ্গে পড়িতাঙ যখন। সথা বলি কৃষ্ণ মোরে বলিতেন তখন॥ (১) যাহা বিনা পরিশ্রমে লন্ধ হয় তদ্বারাই জীবিকা নির্ব্বাহ করে। অর্থলোভ বা অর্থচেষ্টা ইহাদের ছিল না।