পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/২৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিবায়ন—রামকৃষ্ণ–১৭শ শতাব্দী। নারদের বোলে নন্দী করিল স্বীকার। দুই জনে মেলি চলে হরের গোচর॥ আইলা সতীর রথে দেবখষি নন্দী। দাণ্ডাইলা শঙ্করের পদগম্বুজ বন্দি॥ শিবের ক্রোধ। এই সব বচন শুনিএ কৃত্তিবাস। ক্রোধেতে করিলা প্রভু অট্ট অট্ট হাস॥ করিয়া গম্ভীর শব্দ ছাড়িলা নিশ্বাস। কবিচন্দ্র রচে মনে জন্মিল হুতাশ॥ ঈশ্বর হইলা ক্রুদ্ধ দশদ্বার করি রুদ্ধ অধরেতে দশন প্রহার। পাকাইয়া তিন আখি হুঙ্কার শবদে ডাকি মহাকালে করে আজ্ঞা সার॥ ক্রোধে বহ্নি সমুদ্ভব হৈল স্বর অব অব মহাকাল ঘোর ঘোরাকার। “ ভুষণ্ডিক ধরি মুষ্টি করালাহু কোপদৃষ্টি বজ্রপাত সমান চীৎকার॥ মহাকাল প্রণাম করিলা মহেশ্বৱে। কহে যোড় করি হাত আজ্ঞা মোরে কর তাত ব্রহ্মডিম্ব করি আভ্যন্তরে॥ চন্দ্র স্বর্য্য করি গ্রাস সমীর আমার শ্বাস কুম্ভক যোগেতে করি বন্দি। দেখ তুমি বিদ্যমানে গধুষে করিব পানে সপ্তম সমুদ্র নদ নদী॥ এই সপ্ত কুলাচল লইব পাতাল তল পৃথিবী করিব খণ্ড খণ্ড। সুমেরুর ধরি গোড়া নাড়িয়া ভাঙ্গিব চুড়া করী যেন ভাঙ্গে ইক্ষুদণ্ড॥ ব্রহ্মাণ্ড করিয়া চুর এই স্বষ্টি করি দুর যদি পাই তোমার আদেশ। ইন্দ্র আদি মুরগণে বান্ধি আনি এই ক্ষণে রণেতে জিনিয়া হৃষীকেশ॥ >や >R> মহাকালের দৰ্প।