পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/২৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

్చు8 বঙ্গ-সাহিত্য-পরিচয়। ভৃগুর দুৰ্গতি দেখি দুঃখিত ভার্গব। দেব-যজ্ঞ কেবা ইথে করে উপদ্রব ৷ এতেক বলিতে শুক্রে দিলা ঘাড় ঢাকা। ভৈরব আসিয়া চক্ষে ভরিল শলাকা। পাইল প্রমথগণ অর্য্যমার (১) দেখা। পাক নাড়া দিয়া তার ছিণ্ডিলেক আঁখি॥ অগ্নি পলাইয়া যাইতে পাইল পতনে। গলা চিপি দিয়া জিভ উপাড়িল টানে॥ প্রধান জামাত তুমি দক্ষের গৌরবী। অনীশ্বর যজ্ঞে তুমি পান কৈলে হবিঃ॥ রুদ্র অংশ হৈয়া তুমি পাসরিল শিব। তে কারণে তোমার কড়িয়া ফেলি জিভ॥ প্রমথ পবনে পায়্যা আক্রোশ অতিশয়। ভূমেতে ফেলিয়া তার ছিণ্ডে মুগ্ধদ্বয়॥ যমেরে প্রমথগণ ধরে তাড়াতাড়ি। হাতে পায় বান্ধিয়া গলায় দিল দড়ি॥ বেতাল লইয়া বুলে করি টানাটানি। ধর্ম্মরাজ বলে রক্ষা কর শূলপাণি॥ কুবেরের কাড়িয়া লইল গদাবাড়ি। বলায় শিবের প্রিয় লাজ নাহি দাড়ি॥ দুই পায়ে ধরিয়া ফিরায় যেন চাকে। বরণ করিলা তিহু তড়বড়ি পাকে॥ উগারিল স্থত মধু বলকে ঝলকে। ত্রাহি রুদ্র ত্রাহি রুদ্র যক্ষরাজ ডাকে॥ কথো দূরে পায় দূত নৈঋতির লাগ। ধরিল কেশের মুষ্টি ফেলাইলা পাগ॥ কান্ধের উপর করি মুদ্রগর প্রহর। বরুণে দেখিয়া সভে বলে মার মার॥ মহাক্রোধ হৈয়া তার বসিলেক পেটে। ভূমেতে ফেলিয়া দূত ধরিলা সাপটে। পঞ্চামৃত যত ভক্ষ্য নাকে মুখে উঠে। এতেক দেখিয়া মঘবার (২) বল টুটে। (১) স্কুর্য্যের। (২) ইন্দ্রের।