পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/২৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>88 শিবের যুবক-বেশ। বঙ্গ-সাহিত্য-পরিচয়। ও মা একি বলিএ সকল মেয়ে চলে। কেহ বলে মেনকারে ভূতে বুঝি পেলে। এই মতে রামাগণ বোল আরম্ভিল। রঙ্গ দেখে ভৃঙ্গী বেটা হাসিতে লাগিল॥ এইরূপ রঙ্গ ভঙ্গ দেখি গঙ্গাধর। উমার ইঙ্গিতে হৈলা রাজ-রাজেশ্বর॥ রজত-শিখর জিনি রূপের বরণ। ভবানীর ভাবে ভব হইল মোহন॥ মণিময় অলঙ্কার শোভিত শিরেতে। মনোহর মুকুট শোভয়ে মস্তকেতে॥ অগুরু চন্দন চুয়া অঙ্গময় মাথা। জিনি পদ্ম মুখপদ্ম তাহে গোপরেখা॥ ছাদনাতলাতে ছিল যত রামাগণ। অপরূপ রূপ দেখি মোহ সর্ব্বজন॥ মেনকা দেখিল আর পূর্ব বেশ নাই। মনোহর বর এবে হইলা জামাই॥ সুখী হএ সর্ব্বজন বরণ করয়। কেহ করে শঙ্খধ্বনি কেহ হুলু দেয়॥ কোন ধনী ধুস্তুরার প্রদীপ জালিল। কেহ বা লইয়া পাণ নিছাএ ফেলিল। কোন ধনী গুড় চালি দেয় বর অঙ্গে। ঝালি ঝড় দিয়ে কেহ রঙ্গ করে রঙ্গে॥ করেতে জলের ঝারি থমকে থমকে। বরে প্রদক্ষিণ করে ঠমকে ঠমকে॥ নাকেতে ছেচায় নল হাতে দেয় মাকু। মেনকা শিবেরে কন ত্যাগ কর বাপু। এই মতে স্ত্রী আচার সমাপ্ত হইল। অপরেতে বর কন্ত সভায় লইল। বেদমন্ত্র পড়িতে লাগিলা পুরোহিত। হুরে গৌরী সপেন (১) গিরি পুলকে পূর্ণিত। আনন্দেতে বর কন্যা বাসরেতে যায়। কালিদাস কালীগুণ রচয়ে ভাষায়॥ (১) সমৰ্পণ করেন।