পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৩৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মনসা-মঙ্গল—দ্বিজ বংশীবদন—১৬শ শতাব্দী। দক্ষিণাঙ্গ অনুপম সুন্দর জলদ-স্তাম বাম তন্ত্র নিরমল শশী। দেখি মুনি-মন ভোলে দুই পর্ব্ব এক কালে অমাবস্তা আর পৌর্ণমাসী ৷ বাম শিরে উভা জট লম্বিত পিঙ্গল কট দক্ষিণাঙ্গে কিরীট উজ্জ্বল। বাম কর্ণে বিভূষণ অদভূত ফণি-ফণ দক্ষিণেত মকর-কুণ্ডল ৷ অৰ্দ্ধ ভালেত নয়ন প্রকাশিত হুতাশন কন্তু ৱী শোভিছে আন পাশে। কেশর অগুরু সঙ্গে লেপিত দক্ষিণ অঙ্গে বাম অঙ্গে বিভূতি প্রকাশে। ত্রিশূল ডম্বর বরে শোভিয়াছে বাম করে শঙ্খ চক্র দক্ষিণে বিরাজে। কটির দক্ষিণ পাশে পরিধান পীতবাসে বাম পাশে ব্যাঘ্রচর্ম্ম সাজে॥ দ্বিজ বংশী দাসে গায় মঞ্জীর (১) দক্ষিণ পায় ফণী বাম চরণ-পঙ্কজে ৷ মহাদেব কমল-বনে। প্রীত বাক্যে চণ্ডিকারে বিদায় করিয়া। চলিলেন মহাদেব বৃষভে চড়িয়া॥ পথে বিপথে ভ্রমি বৃষ আরোহণে। উপনীত হৈলা আসি কমলের বনে॥ দেবতার পুষ্পবন দেব অধিষ্ঠান। দেখিতে সুচারু অতি দেবের নিম্মাণ॥ অশোক কিংশুক পুষ্প চাপা নাগেশ্বর। ফুটিয়াছে জাতী যুথী মালতী বিস্তর। শ্বেত রক্ত জবা তাতে অতি মনোহর। দেখিয়া সন্তুষ্ট হৈল দেব মহেশ্বর॥ তার মধ্যে সুশীতল সরোবর জল। কহলার কুমুদ কত শত শতদল ৷ (১) নুপুর। ર૧