২৪৮ (১) তুল্য নাম। বঙ্গ-সাহিত্য-পরিচয়। কন্যা-বিচার। ভাট করিছে পরে কন্যার বিচার। যে যে কন্যা জানি আমি শুন বার্তা তার॥ মেহরি পাটনে রাজা প্রচণ্ডের পুত্র।, জয় সেন নাম তার ভরদ্বাজ গোত্র | তার কন্ত চন্দ্রকলা রূপ অতিশয়। চান্দ বলে সগোত্রে এ কার্য্য নাহি হয়॥ ভগবান সদাগর মথুরা নগরে। পদ্মাবতী নাম কন্যা আছে তার ঘরে॥ চান্দ বলে শ্রীবিষ্ণু ইহার নাহি কাম। শুনিতে উচিত নহে কাণীর সনাম (১)॥ ভানুপুর নগরে আছয়ে আর কন্যা। ভানু রাজার ঘরে রূপে গুণে ধন্ত॥ সর্ব্ব সুলক্ষণ কহ কেশ অল্প গাছি। চান্দ বলে না কহিও পূর্ব্বে শুনিয়াছি॥ প্রতাপ রুদ্রের কন্যা নামেত সোণাই। তার সম রূপে গুণে ত্রিভুবনে নাই॥ চান্দ বলে ইসম্বন্ধ করিবারে নহি। লক্ষ্মীন্ধরের মাতৃ নাম মোর হয় সহি॥ সিন্ধুপ দ্বীপেতে বৈসে অনন্ত-মাণিক্য। অলম্যান গোত্র সেহি গন্ধ-বণিক্য॥ চান্দ বলে তার নহে সমানে গমন। ঘাটিয়া (২) সম্বন্ধ করাইব কি কারণ॥ লক্ষ্মীধর সদাগর বৈসে লক্ষ্মীপুর। তার ঘরে আছে কন্যা নাম উদয়-তারা॥ পদ্মিনী জাতীয় কল্প অধিক সুন্দরী। চান্দ বলে অনুচিত লখাইর বীয়ারী॥ উড়িষ্যা দেশেতে বৈসে শ্রীবৎস ধর। শশীপ্রভা নাম কন্ত আছে তার ঘর॥ চান্দ বলে ই সম্বন্ধ মনে নাহি সাধ। চণ্ডীর সহিত বেটা করিছে বিবাদ॥ 6) নীচ॥
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৩৭০
অবয়ব